Wednesday, November 12, 2025

করোনা আবহে দীর্ঘ প্রায় দু’বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে কলকাতা-ঢাকা যাত্রীবাহী বাস পরিষেবা। ২০২০ সালের ১২ মার্চ করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে দু’দেশের মধ্যে এই বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর একাধিকবার লকডাউন ও সংক্রমণ বৃদ্ধির কারণে তা আর চালু করা হয়নি। কিন্তু এখন সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তাই ফের দু’বছর পর এই পরিষেবা চালু হতে চলেছে। কলকাতা-ঢাকা বাস পরিষেবায় যুক্ত সংস্থার তরফে জানানো হয়েছে, কলকাতা ও ঢাকার মধ্যে যাত্রীবাহী বাস চালু করার অনুমতি পাওয়া গিয়েছে। আর তারপরই এই পরিষেবা চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপাতত আগামী ৩০ মার্চ অথবা ৪ এপ্রিল থেকে এই পরিষেবা শুরু করা হতে পারে বলেই জানা গিয়েছে। সরকারি তরফে পরিষেবা চালুর প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর কবে তা চালু করা হবে তা নিয়ে মতামত জানতে চেয়ে রাজ্যের পরিবহণ দফতরে একটি চিঠি পাঠানো হয়েছে। তার উত্তর এলেই শুরু হয়ে যাবে বাস চলাচল।

সপ্তাহে তিনদিন সোম, বুধ ও শুক্রবার সকাল সাতটায় সল্টলেকের করুণাময়ী থেকে ঢাকার উদ্দেশে বাস ছাড়বে। উল্টোদিকে ঢাকা থেকে একই সময় কলকাতার উদ্দেশে বাস ছাড়বে সপ্তাহে তিনদিন মঙ্গল, বৃহস্পতি ও শনিবার। রবিবার এই রুটে কোনও বাস চলবে না। এছাড়া সপ্তাহে তিনদিন কলকাতা-ঢাকা-আগরতলা রুটেও বাস চালানো হবে।

আরও পড়ুন- এবার ময়দানে অভিষেকের টিম, ‘খেলা হবে’ পয়লা বৈশাখ থেকেই

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version