Monday, May 12, 2025

করোনা আবহে দীর্ঘ প্রায় দু’বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে কলকাতা-ঢাকা যাত্রীবাহী বাস পরিষেবা। ২০২০ সালের ১২ মার্চ করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে দু’দেশের মধ্যে এই বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর একাধিকবার লকডাউন ও সংক্রমণ বৃদ্ধির কারণে তা আর চালু করা হয়নি। কিন্তু এখন সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তাই ফের দু’বছর পর এই পরিষেবা চালু হতে চলেছে। কলকাতা-ঢাকা বাস পরিষেবায় যুক্ত সংস্থার তরফে জানানো হয়েছে, কলকাতা ও ঢাকার মধ্যে যাত্রীবাহী বাস চালু করার অনুমতি পাওয়া গিয়েছে। আর তারপরই এই পরিষেবা চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপাতত আগামী ৩০ মার্চ অথবা ৪ এপ্রিল থেকে এই পরিষেবা শুরু করা হতে পারে বলেই জানা গিয়েছে। সরকারি তরফে পরিষেবা চালুর প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর কবে তা চালু করা হবে তা নিয়ে মতামত জানতে চেয়ে রাজ্যের পরিবহণ দফতরে একটি চিঠি পাঠানো হয়েছে। তার উত্তর এলেই শুরু হয়ে যাবে বাস চলাচল।

সপ্তাহে তিনদিন সোম, বুধ ও শুক্রবার সকাল সাতটায় সল্টলেকের করুণাময়ী থেকে ঢাকার উদ্দেশে বাস ছাড়বে। উল্টোদিকে ঢাকা থেকে একই সময় কলকাতার উদ্দেশে বাস ছাড়বে সপ্তাহে তিনদিন মঙ্গল, বৃহস্পতি ও শনিবার। রবিবার এই রুটে কোনও বাস চলবে না। এছাড়া সপ্তাহে তিনদিন কলকাতা-ঢাকা-আগরতলা রুটেও বাস চালানো হবে।

আরও পড়ুন- এবার ময়দানে অভিষেকের টিম, ‘খেলা হবে’ পয়লা বৈশাখ থেকেই

Related articles

উত্তেজনার আবহে কালোবাজারি রুখতে পদক্ষেপ!  কলকাতা ও জেলার বাজারে হানা টাস্কফোর্সের 

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার আবহে রাজ্যে কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত টাস্কফোর্স সক্রিয় হয়েছে। সোমবার কলকাতা...

ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি: আবারও নরেন্দ্র মোদির আগে ঘোষণা করলেন ট্রাম্প 

ভারত ও পাকিস্তানের সামরিক উত্তেজনার আবহে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের একবার বাণিজ্যের ভয় দেখিয়ে...

সচিনের এলিট ক্লাবে প্রবেশের স্বপ্ন অধরাই বিরাট কোহলির

স্বপ্নটা অধরা রেখেই টেস্ট অবসরটা নিতে হল বিরাট কোহলিকে(Virat Kohli)। ৭৭০ রান আর বাকি ছিল। কিন্তু বিরাটকে থেমে...

৯৩ হাজার বন্দুক দিক ভারত, পাকিস্তানকে গুঁড়িয়ে দেব: ভিডিও বার্তায় আর্জি BLA-র

ঘরে-বাইরে নাস্তানাবুদ পাকিস্তান। ভারতে হামলা চালিয়ে প্রত্যাঘাত পেয়েছে পাক সেনা। আর ঘরে বালুচিস্তান লিবারেশন আর্মির বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা...
Exit mobile version