Thursday, August 21, 2025

তীব্র আর্থিক সঙ্কটে বিপন্ন শ্রীলঙ্কা, বন্ধ হল দুই জনপ্রিয় খবরের কাগজ

Date:

তীব্র অর্থনৈতিক সঙ্কটে বিপন্ন শ্রীলঙ্কা (Sri Lanka Crisis)। দ্বীপরাষ্ট্রের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে, বিদেশ থেকে কোনও কিছুই আমদানি করতে পারছে না এই দেশের সরকার। আসছে না কাগজ, কালি। কাগজ-কালির অভাবে স্থগিত হয়ে গিয়েছে দেশের সব পরীক্ষা। আর এবার বন্ধ হয়ে যাচ্ছে দেশের সংবাদপত্রও। শ্রীলঙ্কার অন্যতম দুটি প্রধান সংবাদপত্র (Newspaper) তাদের মুদ্রিত সংস্করণ প্রকাশ করবে না বলে জানিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার ইংরেজি সংবাদপত্র ‘দ্য আইল্যান্ড’ (The Island) এবং তার সিংহলি মুদ্রণ আর প্রকাশিত হবে না। তবে সে দেশের এই জনপ্রিয় কাগজের পাঠকরা চাইলে এই দুই সংবাদপত্রই ওয়েবসাইটে গিয়ে পড়তে পারবেন। কাগজ ও কালির অভাবে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ‘দ্য কাশ্মীর ফাইলস’ থেকে আয় করা ২০০ কোটি পণ্ডিতদের পুনর্বাসনে খরচের দাবি কেজরির

ইতিমধ্যেই শ্রীলঙ্কার (Sri Lanka Crisis) অন্য সংবাদপত্রগুলিও তাদের মুদ্রিত সংস্করণের পাতার সংখ্যা অর্ধেক করে দিয়েছে। আগামিদিনে সেগুলিও কতটা ছাপার অক্ষরে প্রকাশ হবে তা নিয়ে সন্দেহ আছে। অনেকেই মনে করছেন, ১৯৪৮ সালে স্বাধীনতা প্রাপ্তির পর থেকে শ্রীলঙ্কা কখনও এইরকম অভূতপূর্ব  সঙ্কটের মধ্যে পড়েনি।
গত সপ্তাহেই শ্রীলঙ্কা  সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, কাগজ, কালির অভাবে এবার পরীক্ষা নেওয়া হবে না। স্কুল শিক্ষা দফতর জানিয়েছিল, টাকার অভাবে তারা বিদেশ থেকে কাগজ, কালি আমদানি করতে পারছে না। ফলে প্রশ্নপত্র ছাপানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই তারা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়।




Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version