Sunday, November 9, 2025

তীব্র আর্থিক সঙ্কটে বিপন্ন শ্রীলঙ্কা, বন্ধ হল দুই জনপ্রিয় খবরের কাগজ

Date:

তীব্র অর্থনৈতিক সঙ্কটে বিপন্ন শ্রীলঙ্কা (Sri Lanka Crisis)। দ্বীপরাষ্ট্রের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে, বিদেশ থেকে কোনও কিছুই আমদানি করতে পারছে না এই দেশের সরকার। আসছে না কাগজ, কালি। কাগজ-কালির অভাবে স্থগিত হয়ে গিয়েছে দেশের সব পরীক্ষা। আর এবার বন্ধ হয়ে যাচ্ছে দেশের সংবাদপত্রও। শ্রীলঙ্কার অন্যতম দুটি প্রধান সংবাদপত্র (Newspaper) তাদের মুদ্রিত সংস্করণ প্রকাশ করবে না বলে জানিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার ইংরেজি সংবাদপত্র ‘দ্য আইল্যান্ড’ (The Island) এবং তার সিংহলি মুদ্রণ আর প্রকাশিত হবে না। তবে সে দেশের এই জনপ্রিয় কাগজের পাঠকরা চাইলে এই দুই সংবাদপত্রই ওয়েবসাইটে গিয়ে পড়তে পারবেন। কাগজ ও কালির অভাবে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ‘দ্য কাশ্মীর ফাইলস’ থেকে আয় করা ২০০ কোটি পণ্ডিতদের পুনর্বাসনে খরচের দাবি কেজরির

ইতিমধ্যেই শ্রীলঙ্কার (Sri Lanka Crisis) অন্য সংবাদপত্রগুলিও তাদের মুদ্রিত সংস্করণের পাতার সংখ্যা অর্ধেক করে দিয়েছে। আগামিদিনে সেগুলিও কতটা ছাপার অক্ষরে প্রকাশ হবে তা নিয়ে সন্দেহ আছে। অনেকেই মনে করছেন, ১৯৪৮ সালে স্বাধীনতা প্রাপ্তির পর থেকে শ্রীলঙ্কা কখনও এইরকম অভূতপূর্ব  সঙ্কটের মধ্যে পড়েনি।
গত সপ্তাহেই শ্রীলঙ্কা  সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, কাগজ, কালির অভাবে এবার পরীক্ষা নেওয়া হবে না। স্কুল শিক্ষা দফতর জানিয়েছিল, টাকার অভাবে তারা বিদেশ থেকে কাগজ, কালি আমদানি করতে পারছে না। ফলে প্রশ্নপত্র ছাপানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই তারা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়।




Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version