Thursday, August 21, 2025

হাল ছাড়ছে না ঘাসফুল শিবির, এবার গোয়ায় পঞ্চায়েত ভোটে লড়বে তৃণমূল

Date:

আগামী মে মাসে গোয়ায় পঞ্চায়েত নির্বাচন (Goa Municipal Election 2022)। এই ভোটে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস (TMC)। গোয়ায় বিধানসভা ভোটে তৃণমূলের ফল খারাপ হলেও এখনই হাল ছাড়ছেনা না ঘাসফুল শিবির।‌‌

শনিবার গোয়ায় একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে। ২৫ জন প্রার্থীর সঙ্গে গোয়া তৃণমূলের রাজ্য নেতারাও হাজির হয়েছিলেন বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien), সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev), হরিয়ানার নেতা অশোক তানোয়ার ও তৃণমূলের গোয়ার দায়িত্বপ্রাপ্ত নেতা সৌরভ চক্রবর্তী। এছাড়াও সেই বৈঠকে হাজির ছিলেন গোয়ার প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ও চার্চিল আলেমাও।

আরও পড়ুন: কাশ্মীরে ফের জঙ্গিদের গুলিতে নিহত পুলিশ আধিকারিক, গুরুতর জখম ১

সাংসদ সুস্মিতা বলেন, কংগ্রেসের যা শোচনীয় অবস্থা গোয়ার মানুষ ২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে বিকল্প শক্তি হিসেবে বেছে নেবেন। তিনি আরও বলেন, আগামী পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের ফল ভালো হবে। অন্যদিকে, সুস্মিতা দেব, সৌরভ চক্রবর্তী ও অশোক তানোয়ারকে গোয়ার ভোট সংক্রান্ত বিষয়ে একটি রিপোর্ট তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে দিতে বলা হয়েছে।

বৈঠকে দলের (TMC) নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে, পঞ্চায়েত ভোটে (Goa Municipal Election 2022) এমন সব আসনে বাছাই করে প্রার্থী দিতে হবে, যাতে পরিশ্রমের ফসল নষ্ট না হয়। এছাড়া বৈঠকে দলের নেতাদের একটি ই-মেল আইডি দেওয়া হয়েছে বলে খবর। যেখানে তাঁরা দলকে নিজেদের অভাব-অভিযোগ এবং পরামর্শও দিতে পারবেন।



Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version