Monday, November 17, 2025

হিজাব বিতর্ক: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে মুসলিম ল বোর্ড

Date:

হিজাব বিতর্কে ফের একবার চড়ল উত্তেজনার পারদ। এই মামলায় কর্ণাটক হাইকোর্টের(Karnatak HighCourt) রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের(Supreme Court) দ্বারস্থ হল মুসলিম ল বোর্ড(AIMPLB)। মামলাকারি পক্ষের দাবি, ভুল ব্যাখ্যার প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার রায় দিয়েছে হাইকোর্ট।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের উপর যে নিষেধাজ্ঞা কর্ণাটক হাইকোর্ট জারি করেছে সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মুসলিম ল বোর্ড। উল্লেখ্য, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মুনিসা বুসরা ও জালিসা সুলতানা ইয়াসিন নামের দুই মহিলা। এই মামলার প্রেক্ষিতে মুসলিম ল বোর্ডের তরফে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্মের নামে কোনও ব্যক্তি বিশেষের ধর্মীয় পোশাক (হিজাব) পরিধানে বাধা দেওয়া ন্যায়বিচারের পরিপন্থী।

আরও পড়ুন:Strike-cpm : বাংলাকে অচল করার বৃথা চেষ্টা বামেদের, কর্মনাশা বনধ ব্যর্থ করে দিল মানুষ

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি কর্ণাটক সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে আসা যাবে না। এহেন নির্দেশিকার জেরে রীতিমত উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। আদালতে দায়ের হয় মামলা। সেই মামলায় ১৫ মার্চ কর্ণাটক হাইকোর্টের তরফে জানানো হয়, ইসলাম ধর্মাচরণে হিজাব অপরিহার্য নয়। শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে যে সমস্ত আবেদন জমা পড়েছিল, তা খারিজ করে দেয় আদালত। এরপর সুপ্রিম কোর্টেও এই ইস্যুতে দায়ের মামলা। এপ্রসঙ্গে সুপ্রিমকোর্টের তরফে স্পষ্ট জানানো হয়, হিজাব পরিধানের সঙ্গে পরীক্ষার কোনও সম্পর্ক নেই।

Related articles

গণহত্যার নির্দেশ দিইনি: মৃত্যুদণ্ডের নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বিবৃতি হাসিনার

জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যা হয়েছিল তার নির্দেশ তিনি দেননি, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পরে বিবৃতি পেশ প্রাক্তন...

ইরানের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু লাল হলুদের মহিলা ব্রিগেডের

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব বাম খাতুনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গল(East Bengal)। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল...

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...

নাগেরবাজারে গাছে ঝুলন্ত দেহ! SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের

ফের SIR আতঙ্কে মৃত্যু! এবার দমদমে SIR আতঙ্কে মৃতের নাম বৈদ্যনাথ হাজরা । দক্ষিণ দমদম (South Dumdum) পুরসভার...
Exit mobile version