Tuesday, November 18, 2025

হিজাব বিতর্ক: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে মুসলিম ল বোর্ড

Date:

হিজাব বিতর্কে ফের একবার চড়ল উত্তেজনার পারদ। এই মামলায় কর্ণাটক হাইকোর্টের(Karnatak HighCourt) রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের(Supreme Court) দ্বারস্থ হল মুসলিম ল বোর্ড(AIMPLB)। মামলাকারি পক্ষের দাবি, ভুল ব্যাখ্যার প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার রায় দিয়েছে হাইকোর্ট।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের উপর যে নিষেধাজ্ঞা কর্ণাটক হাইকোর্ট জারি করেছে সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মুসলিম ল বোর্ড। উল্লেখ্য, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মুনিসা বুসরা ও জালিসা সুলতানা ইয়াসিন নামের দুই মহিলা। এই মামলার প্রেক্ষিতে মুসলিম ল বোর্ডের তরফে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্মের নামে কোনও ব্যক্তি বিশেষের ধর্মীয় পোশাক (হিজাব) পরিধানে বাধা দেওয়া ন্যায়বিচারের পরিপন্থী।

আরও পড়ুন:Strike-cpm : বাংলাকে অচল করার বৃথা চেষ্টা বামেদের, কর্মনাশা বনধ ব্যর্থ করে দিল মানুষ

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি কর্ণাটক সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে আসা যাবে না। এহেন নির্দেশিকার জেরে রীতিমত উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। আদালতে দায়ের হয় মামলা। সেই মামলায় ১৫ মার্চ কর্ণাটক হাইকোর্টের তরফে জানানো হয়, ইসলাম ধর্মাচরণে হিজাব অপরিহার্য নয়। শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে যে সমস্ত আবেদন জমা পড়েছিল, তা খারিজ করে দেয় আদালত। এরপর সুপ্রিম কোর্টেও এই ইস্যুতে দায়ের মামলা। এপ্রসঙ্গে সুপ্রিমকোর্টের তরফে স্পষ্ট জানানো হয়, হিজাব পরিধানের সঙ্গে পরীক্ষার কোনও সম্পর্ক নেই।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version