Monday, May 12, 2025

ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সঞ্জয় রাউতের, চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে

Date:

ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ করছে বিজেপি বিরোধী দলগুলি। এবার শিবসেনার (Sivsena) মুখপাত্র তথা দলের মুখপত্র ‘সামনা’র এডিটর সঞ্জয় রাউত (Sanjay Raut) বিস্ফোরক অভিযোগ করলেন। ইডির (ED) আধিকারিকদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন তিনি। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন সঞ্জয়।

সেখানে ইডির আধিকারিকদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন সঞ্জয়। তাঁর চিঠিতে লিখেছেন, যে লক্ষ-কোটি টাকা তাঁরা নেন সেটা হাত ঘুরে বিভিন্ন কোম্পানিতে লগ্নি হয়। এক্ষেত্রে জিতেন্দ্র চন্দ্রলাল নবিলানির নাম উল্লেখ করেছেন সঞ্জয়। একইসঙ্গে সাতটা কোম্পানির নাম জানিয়েছেন তিনি। তাঁর কথায়, এই সাতটা কোম্পানিতে রয়েছেন এই জিতেন্দ্র এবং তিনি ইডির থেকে টাকা নিয়ে এই কোম্পানিগুলোতে খাটাচ্ছেন।

সঞ্জয় তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, ২০১৩ সুপ্রিমকোর্ট একটি রায় সিবিআইকে (CBI) “খাঁচায় বন্দি তোতা পাখি” বলে ঘোষণা করেছিল। একই পথে হাঁটছে ইডিও। একের পর এক তথ্য তুলে ধরেছেন সঞ্জয়। তিনি বলেন, এর আগে উপরাষ্ট্রপতিকে তিনি এ বিষয়ে চিঠি লিখেছেন। কিন্তু শিবসেনার মুখপাত্রের মতে, প্রধানমন্ত্রীকে এ বিষয়ে জানানো তাঁর উচিত মনে হয়েছে, সে কারণেই অভিযুক্ত কোম্পানির নাম, কাদের থেকে কত টাকা নেওয়া হয়েছে সমস্ত তথ্য দিয়ে নরেন্দ্র মোদির কাছে পাঠিয়েছেন শিবসেনার মুখপাত্র। এখন এই চিঠি পাওয়ার পর প্রধানমন্ত্রী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেন কি না সেটাই দেখার।

আরও পড়ুন- এবার ময়দানে অভিষেকের টিম, ‘খেলা হবে’ পয়লা বৈশাখ থেকেই

Related articles

উত্তেজনার আবহে কালোবাজারি রুখতে পদক্ষেপ!  কলকাতা ও জেলার বাজারে হানা টাস্কফোর্সের 

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার আবহে রাজ্যে কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত টাস্কফোর্স সক্রিয় হয়েছে। সোমবার কলকাতা...

ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি: আবারও নরেন্দ্র মোদির আগে ঘোষণা করলেন ট্রাম্প 

ভারত ও পাকিস্তানের সামরিক উত্তেজনার আবহে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের একবার বাণিজ্যের ভয় দেখিয়ে...

সচিনের এলিট ক্লাবে প্রবেশের স্বপ্ন অধরাই বিরাট কোহলির

স্বপ্নটা অধরা রেখেই টেস্ট অবসরটা নিতে হল বিরাট কোহলিকে(Virat Kohli)। ৭৭০ রান আর বাকি ছিল। কিন্তু বিরাটকে থেমে...

৯৩ হাজার বন্দুক দিক ভারত, পাকিস্তানকে গুঁড়িয়ে দেব: ভিডিও বার্তায় আর্জি BLA-র

ঘরে-বাইরে নাস্তানাবুদ পাকিস্তান। ভারতে হামলা চালিয়ে প্রত্যাঘাত পেয়েছে পাক সেনা। আর ঘরে বালুচিস্তান লিবারেশন আর্মির বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা...
Exit mobile version