Sunday, May 4, 2025

কংগ্রেসের শক্তিশালী হওয়া দরকার: নীতীন গড়করির মন্তব্যে জাতীয় রাজনীতিতে শোরগোল

Date:

সময় যত গড়াচ্ছে শক্তি হারাতে হারাতে নিঃশেষ হচ্ছে কংগ্রেস(Congress)। দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের এমন করুণ অবস্থায় উদ্বিগ্ন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি(Nitin Gadkari)। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁর দাবি, সুস্থ গণতন্ত্রের লক্ষ্যে কংগ্রেসের শক্তিশালী হওয়া অত্যন্ত জরুরি।

গত সোমবার পুনেতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। সেখানেই তিনি বলেন, “গণতন্ত্র(Democracy) চলে দুটি চাকার উপর। একটা চাকা শাসকদলের আরেকটা চাকা বিরোধী দলের। সুস্থ গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী থাকাটা দরকার। সেকারণেই মন থেকে আমি চাই, জাতীয় স্তরে কংগ্রেস আরও শক্তিশালী হোক।” বিগত কয়েক বছর ধরে আঞ্চলিক দলগুলি যেভাবে বিরোধী পরিসর দখল করছে সেটাকে বিপদজনক বলে দাবি করে গড়করি বলেন, “যেভাবে আঞ্চলিক দলগুলি কংগ্রেসের জায়গা নিয়ে নিচ্ছে তা মোটেই ভালো লক্ষণ নয়।” তবে মোদির মন্ত্রিসভার প্রথম সারির মন্ত্রীর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন:ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল, রামপুরহাট নিয়ে মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসার আমন্ত্রণ

উল্লেখ্য, বর্তমান সময়ে কংগ্রেসেই হাল সত্যি শোচনীয়। লোকসভায় প্রধান বিরোধী দলের তকমাটাও নেই কংগ্রেস শিবিরের দখলে। আগামী মাসের শেষে রাজ্যসভায় প্রধান বিরোধী দলের তকমা হারাতে পারে হাত শিবির। এই মুহূর্তে গোটা দেশে মাত্র দুটি রাজ্যে নিজের শক্তিতে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। এদিকে আপ ও তৃণমূল যেভাবে শক্তি বিস্তার করে উঠে আসছে তাতে আগামিদিনে কংগ্রেসের অবস্থা আরও খারাপ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক শিবির।

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version