Wednesday, August 27, 2025

Rituparna Sengupta: বিমানবন্দরে কেঁদে ফেললেন নায়িকা, তবুও প্লেনে উঠতে পারলেন না

Date:

এমন ঘটনা যে কোনও দিন ঘটবে দুঃস্বপ্নেও ভাবতে পারেননি জাতীয় পুরস্কারপ্রাপ্ত (National Award Winner) অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত( Rituparna Sengupta)। বিমানবন্দরে (Airport) পৌঁছেও বিমানে উঠতে পারলেন না। কান্নায় ভেঙে পড়লেন নায়িকা(Rituparna Sengupta)।

সিনেমা যেন বাস্তবের সঙ্গে মিলে গেল, ঠিক যেন চিত্রনাট্য। সকালের দৃশ্য, নায়িকা চলেছেন বিমানবন্দরের পথে। বোর্ডিংয়ের সময় ভোর ৪.৫৫ মিনিট। তিনি পৌঁছলেন মিনিট পনেরো পরে। ব্যস এতেই সর্বনাশ! তাঁকে বিমানে উঠতে দিল না প্রথম সারির একটি বিমান সংস্থা! প্রায় ৪০ মিনিট ধরে অনুরোধ, বচসা, কান্নাকাটি! তবু মন ভিজল না বিমান কর্তাদের।

স্যানিটারির সচেতনতায় ‘ সম্পূর্ণা’

টলিউডের প্রথম সারির নায়িকা ঋতুপর্ণার গন্তব্য আমেদাবাদ, সেখানেই সারাদিনের শুটিং, তাই সকাল সকাল যাওয়া। কিন্তু ‘ রাজকাহিনী’র বেগমজানকে প্লেনে চড়তে দেওয়া হল না। ঋতুপর্ণা জানিয়েছেন, আমেদাবাদের বিমান ধরার জন্য  যাত্রীদের গেট নং ১৯-এ বোর্ডিংয়ের সময় ভোর ৪.৫৫ দেওয়া হয়েছিল। তিনি পৌঁছন ৫.১০ থেকে ৫.১২ মিনিটের মধ্যে। সঙ্গে সঙ্গে তাঁকে জানানো হয়, বোর্ডিং গেট অনেক ক্ষণ আগেই বন্ধ হয়ে গিয়েছে! এবং তাঁকে দেখতে না পেয়ে নির্দিষ্ট সময়ে নাকি তাঁর নাম ঘোষণাও করেছেন কর্তৃপক্ষ। ফোনেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু নায়িকার দাবি, তাঁর কাছে ফোনে কোনও ফোন আসেনি। এ দিকে, সঠিক সময়ে শ্যুটিংয়ে না গেলে প্রযোজকের সমস্যা হবে। বন্ধ হয়ে যাবে শ্যুট। তাই সেই সময় তিনি ক্রমাগত বিমানবন্দরের কর্মীদের তাঁকে বিমানে উঠতে দেওয়ার অনুরোধ জানাতে থাকেন। এ ভাবে টানা ৪০ মিনিট তাঁর সঙ্গে কথা হয় কর্মীদের। কিন্তু নায়িকার দাবি, তাঁর সমস্যা কেউ বুঝতেই চাননি! বিমান ধরতে না পারার কষ্টে কেঁদেও ফেলেন অভিনেত্রী। তবু কোনও হেলদোল দেখা যায়নি কর্মীদের।

ঠিক এই ঘটনা চলাকালীন হঠাৎ নায়িকা দেখতে পান বিমানটি তখনও দাঁড়িয়ে! বিমানে ওঠার সিঁড়িও খুলে নেওয়া হয়নি! অভিনেত্রী জানাচ্ছেন, মাত্র ৫০ পা দূরে বিমান দাঁড়িয়ে।  বোর্ডিং পাস থেকে শুরু করে সিট নম্বর সব মজুত। তবুও যাওয়া হল না। কিছু দিন আগেই ওই সংস্থার পক্ষ থেকে সম্মানসূচক পাসপোর্টও দেওয়া হয়েছে ঋতুপর্ণাকে। বেশ কয়েক বার এই সংস্থার বিমানে চড়ে যাতায়াতও করেছেন তিনি। কিন্তু এবার যেতে যেতে পথে হল দেরি, তাই যাওয়া হল না।

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version