মাথাভাঙ্গায় পালিয়ে যাওয়া দ্বিতীয় বাইসনটিকেও উদ্ধার করল বনদফতর

একটিকে আগেই উদ্ধার হয়েছিল। আরেকজন পালিয়ে বেড়াচ্ছিল গ্রামের ভিতরে। তাকে নিয়ে আতঙ্কও ছড়িয়েছিল। অবশেষে দ্বিতীয় বাইসনটিকেও উদ্ধার করা সম্ভব হল। মালদহের নিশিগঞ্জ এলাকা থেকে দ্বিতীয় বাইসনটিকে উদ্ধার করল বনদফতর।

মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের প্রেমের ডাঙ্গা এলাকায় দুটি বাইসন তাণ্ডব চালিয়েছিল। একটি বাইসন ধরা পড়লেও অপরটিকে ধরতে পারেনি বন দফতর। এরপর বিভিন্ন এলাকায় কয়েক দিন দাপিয়ে বেড়াচ্ছিল বাইসনটি৷ বুধবার সেই বাইসনটি ধরা পড়ল মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের নিশিগঞ্জ কোদালখেতি এলাকায়৷ বুধবার ভোরে একটি বাইসন দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।  এলাকার ভুট্টা খেতে দাপিয়ে বেড়াতে দেখা যায় বাইসনটিকে। খবর দেওয়া হয় বন দফতরে ও নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িতে । ঘটনার খবর পেয়ে মাথাভাঙ্গার বন কর্মীরা ও নিশিগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে আসে। বন দফতর সূত্রে জানানো হয়েছে বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি করা হয়েছে।  উদ্ধারের পর বাইসনটিকে জলদাপাড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Previous articleলক্ষ্যপূরণ করে পর্তুগালবাসীকে ধন্যবাদ রোনাল্ডোর
Next articleমতুয়া ঠাকুর হরিচাঁদকে ‘হরিচন্দ্র’ লিখে টুইট, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড ধনকড়