Monday, November 10, 2025

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নেইমারকে ছাড়াই বলিভিয়ার বিরুদ্ধে ৪-০ গোলে জিতল ব্রাজিল (Brazil)। তবে ইকুয়েডরের বিরুদ্ধে ১-১ ড্র করেছে আর্জেন্টিনা (Argentina)।

লা পাজের এস্তাদিও হার্নান্দো সাইলেস স্টেডিয়াম বরাবরই অতিথি দলগুলোর ‘বধ্যভূমি’ হিসেবে কুখ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৬ হাজার মিটার উঁচুতে অবস্থিত এই মাঠে ২০১৫ সালে অক্সিজেন মাস্ক পরে খেলতে হয়েছিল ব্রাজিল (Brazil) দলকে। সেই মাঠেই বলিভিয়াকে চার গোল দেওয়া সেলেকাও বাহিনীর জন্য নিঃসন্দেহে বড় কৃতিত্বের।

আরও পড়ুন: ইউক্রেন ফেরত পড়ুয়াদের নিয়ে উদাসীন প্রধানমন্ত্রী, দার্জিলিংয়ে দাঁড়িয়ে ফের তোপ মুখ্যমন্ত্রীর

কার্ড সমস্যায় এই ম্যাচটা খেলতে পারেননি নেইমার ও ভিনিসিয়াস জুনিয়র। তাতেও তিতের দলের বড় ব্যবধানে জয় আটকায়নি। ২৪ মিনিটেই লুকাস পাকেতার করা গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে ব্যবধান দ্বিগুণ করেন রিচার্লিসন। ৬৬ মিনিটে ব্রাজিলের (Brazil) হয়ে তৃতীয় গোলটি করেন ব্রুনো গুইমারেজ। ৯১ মিনিটে বলিভিয়ার কফিনে শেষ পেরেক পুঁতে দেন রিচার্লিসন। অন্যদিকে, শেষ মুহূর্তের গোল হজমে ইকুয়েডরের বিরুদ্ধে জয় হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার। অ্যাওয়ে ম্যাচের ২৪ মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা (Argentina)। গোলদাতা জুলিয়ান আলভারেজ। কিন্তু খেলার একেবারে শেষ দিকে (৯৩ মিনিটে) পেনাল্টি থেকে সেই গোল শোধ করে দেন ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া। লিওনেল মেসি গোটা ম্যাচ খেললেও, নিজের সেরা ছন্দে ছিলেন না।



Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version