Wednesday, August 27, 2025

মঞ্চে ভুল জাতীয় সঙ্গীত গাইলেন কাউন্সিলর, ভাইরাল ভিডিও ঘিরে নিন্দা

Date:

কাউন্সিলরের(Counsilor) পাশাপাশি পেশায় তিনি শিক্ষিকা। অথচ মঞ্চে দাঁড়িয়ে তাঁর মুখেই শোনা গেল ভুল জাতীয় সঙ্গীত(National Anthem)। কাঁথি পুরসভার তৃণমূল কাউন্সিলর রিনা দাসের(Rina Das) এহেন কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।

কেন্দ্রীয় সরকারের তরফে পেট্রোল ডিজেলের ব্যাপক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঁথি শহরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল তৃণমূল। যেখানে উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার পুরবোর্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল রিনা দাস, রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, প্রাক্তন সমবায় মন্ত্রী তথা অধ্যাপক জ্যোতির্ময় কর, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাঁথি পুরসভার উপ পুরপ্রধান সুপ্রকাশ গিরি, কাঁথি দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা সহ তৃণমূল নেতৃত্বরা। সেখানে সকলের বক্তব্য রাখার পর জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য হাতে মাইক্রোফোন তুলে রিনাদেবী। শুরুতে কয়েকটি লাইন ঠিক গাইলেও পড়ে শুরু হয় ভুল গাওয়া জাতীয় সঙ্গীতের শেষ অংশে বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গার জায়গায় তিনি যমুনার গঙ্গা বলে ফেলেন। এর পর একে একে তব শুভ নামে জাগে-র বদলে তব শুভ আশিস মাঙ্গে, তব শুভ আশিস জাগে-র মতো লাইন গাইতে থাকেন।

আরও পড়ুন:Petrol price -TMC : জ্বালানির দামবৃদ্ধি, চন্দ্রিমার নেতৃত্বে প্রতিবাদ মিছিল তৃণমূলের মহিলা সমর্থকদের

ভুলে ভরা এই জাতীয় সঙ্গীতের ভিডিও ভাইরাল হতে মুহূর্ত সময় লাগেনি। এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে তৃণমূলের তরফে। এপ্রসঙ্গে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন, ‘উনি একজন শিক্ষিকা। ওনার তো জাতীয় সঙ্গীতটা ঠিক মতো জানা উচিত। দলের তরফে আমরা ওঁকে সতর্ক করেছি। জাতীয় সঙ্গীত না জানলে উনি অন্য কাউকে গাইতে বলতে পারতেন।’

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version