Thursday, August 21, 2025

নার্সিং-এর চাকরি করতে বেঙ্গালুরু গিয়েছিলেন। আর সেখানেই নৃশংসভাবে গণধর্ষণের শিকার হতে হল বাঙালি নার্সকে। ঘটনায় জাতীয় স্তরের ৪ সাতারুকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন:Mamata Banerjee: দার্জিলিং সফরের শেষ দিনে মোমো বানালেন, ক্যাফে হাউসের গানে সুরও বাঁধলেন মুখ্যমন্ত্রী

পুলিশ সূত্রের খবর, বেঙ্গালুরুতেই নার্সের চাকরি করতেন ওই নির্যাতিতা। ডেটিং অ্যাপের মাধ্যেমে রজত নামে এক জাতীয় স্তরের সাতারুর সঙ্গে আলাপ হয় তাঁর। ওই যুবক তাঁকে নেমতন্ন করলে গত ২৪ মার্চ রজতের বাড়িতে যান নির্যাতিতা। তাঁর দাবি, সেই রাতে রজত ছাড়াও আমন্ত্রিত ছিল আরও ৩ যুবক। এরপর একে একে সকলেই ওই নির্যাতিতাকে ধর্ষণ করে। সারারাত রজতের বাড়িতেই ছিলেন ওই নির্যাতিতা। এরপর কোনওক্রমে  ফোনে নির্যাতিতা তাঁর এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। ওই বন্ধুই নির্যাতিতাকে উদ্ধার করেন। এরপর সোজা সঞ্জয়নগর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পুলিশ নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করে। তাতে ধর্ষণের প্রমাণ মিলতেই একটি বিশেষ টিম গঠন করে পুলিশ। এরপর ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম রজত, শিব রানা, দেব সারোহা এবং যোগেশ কুমার।


জানান গেছে, অভিযুক্তরা সকলেই দিল্লিরত বাসিন্দা। সাঁতারের প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে বেঙ্গালুরুতে এসেছিল । গণধর্ষণের পর রজত অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। একজনকে বাসাভনগুড়ি থেকে এবং বাকিদের চিকপেট থেকে গ্রেফতার করা হয়।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version