Tuesday, August 26, 2025

Cesarean Delivery : সিজার কেন জানাতে হবে, সন্তানপ্রসব নিয়ে গুরূত্বপূর্ণ নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

Date:

সন্তান প্রসব নিয়ে অত্যন্ত গুরূত্বপূর্ণ একটি নির্দেশিকা দিল রাজ্য স্বাস্থ্য দফতর। সরকারি-বেসরকারি ক্ষেত্রে অহেতুক সিজারের সংখ্যা কমাতে এবার থেকে অডিট করানোর সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী,  এবার থেকে প্রতিটি প্রসবের পরে জানাতে হবে সংশ্লিষ্ট প্রসূতির সিজার করা হল কেন।  এবং এই কারণ বিশদ ব্যাখ্যাসহ বোঝাতে হবে। সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই এই নির্দেশিকা কার্যকর হবে।

ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের এই নির্দেশিকা নিয়ে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে চিকিৎসক মহলেও।  কেন এই নির্দেশিকা চালু হল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০১৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সমীক্ষা পেশ করেছিল। সেখানে প্রশ্ন তোলা হয়েছে সন্তান প্রসবের ক্ষেত্রে সিজারিয়ান সেকশনের এত বাড়বাড়ন্ত কেন?  কারণ, প্রসবকালীন শিশুমৃত্যু কমানোর ক্ষেত্রে সিজারের বিশেষ কোন‌ও অবদান নেই। তাহলে ১০-১৫ শতাংশের বেশি সিজার করা হচ্ছে কেন? এই একই প্রশ্ন তুলেছে  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও।  ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের সমীক্ষা অনুযায়ী, সারা দেশে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের হার ১৭-২১ শতাংশ।‌ আর দেখা গেছে পশ্চিমবঙ্গে সেই হার সর্বোচ্চ। জানা গিয়েছে এ রাজ্যে সরকারি ক্ষেত্রেই ৩৪ শতাংশ সিজার করা হয়।‌ আর বেসরকারি স্বাস্থ্যসংস্থাগুলিতে সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি। স্বাস্থ্যভবন জানতে পেরেছে বেসরকারি হাসপাতাল তো বটেই সরকারি হাসপাতালেও এখন সিজারের  মারাত্মক বাড়বাড়ন্ত। সিজারের খরচও স্বাভাবিক প্রসবের তুলনায়  অনেকটাই বেশি।‌ আর বেশি মুনাফার প্রয়োজনে ইদানীং বেসরকারি তো বটেই সরকারি হাসপাতালগুলিতেও নাকি টার্গেট পূরণের উপরে জোর দেওয়া হচ্ছে। ফলে বাড়ছে সিজারের সংখ্যা।

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version