Monday, May 12, 2025

কাশ্মীর: ট্রাম্পের মধ্যস্থতা চায় না ভারত, বাণিজ্য নিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট!

Date:

একবার দু’পক্ষের সঙ্গে কথা বলে সংঘর্ষ বিরতির চেষ্টা করলেও বারবার তাঁকে এ বিষয়ে নাক গলাতে দেওয়া হবে না। আমেরিকার (America) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) স্পষ্টই জানিয়ে দিল ভারত। কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব সরাসরি খারিজ করে সাফ জানিয়ে দেওয়া হল, মধ্যস্থতা চাই না। পাক-অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। এ বিষয়ে তৃতীয় কোনও পক্ষের মধ্যস্থতা মানা হবে না। দ্বিধাহীনভাবে ভারত জানিয়ে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে শুধুমাত্র সন্ত্রাসবাদ নির্মূল করার প্রশ্নেই।

ট্রাম্পেরই (Donald Trump) মধ্যস্থতায় ঘোষিত হয়েছিল ভারত-পাক সংঘর্ষবিরতি। যদিও ঘোষণার পরেও সংঘর্ষবিরতি ভেঙে চোরাগোপ্তা আক্রমণ চালিয়েছে পাকিস্তান। মুখের উপর জবাবও দিয়েছে ভারত। এবারে কাশ্মীর সমস্যাতেও হস্তক্ষেপ করার ইঙ্গিত দিয়ে প্রত্যাখ্যাত হলেন মার্কিন প্রেসিডেন্ট। রবিবার তিনি জানান, এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন তিনি। কিন্তু ভারত বরাবরই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানিয়ে এসেছে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজেদের কড়া মনোভাব স্পষ্ট করে দিয়ে বুঝিয়ে দিয়েছে, কাশ্মীর প্রশ্নে কোনওভাবেই বরদাস্ত করা হবে না তৃতীয়পক্ষের হস্তক্ষেপ।

তবে ট্রাম্পের আসল লক্ষ্য শান্তি কি না তাই নিয়ে প্রশ্ন থাকছে তাঁরই করা সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। যেখানে তিনি বলছেন, তিনি দুদেশের সঙ্গে বাণিজ্য বিষয়ে আগ্রহী। অর্থাৎ দুটি দেশের বাজারকে লক্ষ্য করেই তাঁর পদক্ষেপ বলে মনে করছে অনেকেই। ট্রাম্প নিজেই প্রস্তাব দেন, দু’দেশের সঙ্গে কথা বলে কাশ্মীর সমস্যার সমাধান খোঁজার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার। সমাজমাধ্যমে তাঁর বক্তব্য, আমি আপনাদের দু’জনের সঙ্গেই কথা বলে দেখতে চাই, হাজার বছর পরে কাশ্মীরের বিষয়ে কোনও সমাধানে পৌঁছানো যায় কিনা। দু’দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর ইচ্ছাও প্রকাশ করেন ট্রাম্প। কিন্তু কাশ্মীর ইস্যুতে তাঁর মধ্যস্থতার প্রস্তাব ভারত সরাসরি বাতিল করে দিয়েছে বলে জানা গিয়েছে।

 

 

Related articles

দুর্ভাগ্যজনক! জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল পাক সেনা: স্পষ্ট জানাল ভারতীয় সেনাবাহিনী

এটা দুর্ভাগ্যজনক যে, জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল পাক সেনা। জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে লড়েছে। আমরা তার...

অভিনব উদ্যোগ রাজ্য পুলিশের, সোশ্যাল প্ল্যাটফর্মে ক্রাইম থ্রিলার

রাজ্য পুলিশ(Wb Police) প্রতিদিন নানা ধরনের অপরাধের কিনারা করছে আবার অনেক ক্ষেত্রে কিনারা করা একপ্রকার অসম্ভব হয়ে ওঠে।...

চিনের মিসাইল-ড্রোনেই ভারতে হামলা পাকিস্তানের: তথ্য পেশ ভারতীয় সেনার

প্রতিরক্ষায় পাকিস্তান যে পুরোপুরিভাবে চিনের উপর নির্ভরশীল ফের একবার প্রমাণ করে দিল ভারতীয় সেনা (Indian Army)। আকাশপথে ভারতের...

ছত্তিশগড়ে ট্রেলার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, শোক প্রকাশ রাষ্ট্রপতির

ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুরে ট্রাক ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। বেশিরভাগই শিশু ও...
Exit mobile version