Wednesday, August 20, 2025

অষ্টম শ্রেণির পড়ুয়ার হাতে খুন দশমের ‘দাদা’! আহমেদাবাদের স্কুলে হামলা অভিভাবকদের

Date:

স্কুল চলাকালীন দশম শ্রেণির পড়ুয়ার সঙ্গে বাগবিতণ্ডায় অষ্টম শ্রেণির পড়ুয়া তাকে ধারালো অস্ত্র দিয়ে মেরে (stabbed) দেয়। বুধবার আহত দশমের পড়ুয়ার মৃত্যু হলে অভিভাবকরা স্কুলের উপর চড়াও হন। স্কুলে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত অষ্টম শ্রেণির পড়ুয়াকে গ্রেফতার করেছে। যদিও যে অস্ত্রে দশম শ্রেণির পড়ুয়াকে আঘাত করা হয়েছিল, তা স্কুল থেকেও নেওয়া বলে একাংশের অভিভাবকদের অভিযোগ।

মঙ্গলবার আহমেদাবাদের (Ahmedabad) সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট স্কুলের অষ্টম শ্রেণির সাত থেকে আটজন পড়ুয়া দশম শ্রেণির এক পড়ুয়ার উপর পুরোনো বিবাদের জেরে চড়াও হয়। বাগবিতণ্ডার পরে ধারালো কোনও অস্ত্র ঢুকিয়ে দেওয়া হয় দশমের পড়ুয়ার পেটে। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘক্ষণ আহত অবস্থায় পড়ে থেকে চিৎকার করলেও স্কুল কর্তৃপক্ষ ওই পড়ুয়াকে উদ্ধারের জন্য এগিয়ে আসেনি। পরে বুধবার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

এরপরই বিক্ষোভে ফেটে পড়ে অভিভাবকরা। স্কুলে ভাঙচুর চালানো হয় বুধবার। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন তাঁরা। অভিভাবকদের (guardians) দাবি, অভিযুক্ত পড়ুয়ার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল। তা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষের অবহেলায় বিষয়টি আরেক পড়ুয়ার মৃত্যু পর্যন্ত গড়াতে পেরেছে। সেই সঙ্গে তাঁদের অভিযোগ, যে অস্ত্র দিয়ে খুন করা হয়, তা স্কুলেরই ফিজিক্স গবেষণাগারের একটি যন্ত্র। কীভাবে স্কুলের যন্ত্র নিয়ে পড়ুয়ারা বেরিয়ে আসতে পারে, তা নিয়েও তাঁরা প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন: কীসের আক্রোশ গুজরাটের যুবকের? কেন মারলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়

আমেদাবাদ শহরে জোরালো প্রতিবাদে সরব হন অভিভাবকরা বুধবার। রাস্তা অবরোধ করে বিচারের দাবি জানানো হয়। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version