Sunday, November 2, 2025

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

Date:

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত ভাষণ দেওয়া অনুশীলনও করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। কিন্তু শেষমেষ ইচ্ছে পূরণ হয়নি। স্মৃতিচারণায় উত্তমের নায়িকা।

কলকাতার জিডি বিড়লা সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে কিশোর বয়সের মজার গল্প শোনালেন কুমিল্লা কন্যা। বয়স তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। এখনও সিনেমা সিরিয়ালে দাপিয়ে অভিনয় করে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন এ প্রজন্মের নায়িকাদের। ‘ভ্রান্তিবিলাস’ অভিনেত্রী নিজের অল্প বয়সের ইচ্ছের কথা প্রকাশ করতে গিয়ে বলেন তিনি নাকি অভিনেত্রী নয় বরং দলীয় নেত্রী হতে চেয়েছিলেন। সাবিত্রীর কথায়, “আমি একবার বাবার সঙ্গে একটা মিটিংয়ে গিয়েছিলাম। সেখানে বড় একজন নেত্রী বক্তৃতা দিচ্ছিলেন। তখন আমরা ঢাকায় থাকতাম। ঢাকার রমনা উদ্যানে সেই মিটিং হয়েছিল। এক লক্ষ লোক হয়েছিল। নেত্রী খুব হাত-পা নেড়ে ভাষণ দিচ্ছিলেন। আমার খুব ভাল লাগল। সেদিন থেকে আমার ইচ্ছে হল আমি নেত্রী হব। বাবাকে বাড়িতে আসতে আসতে বললাম ‘বাবা কী ভাবে নেত্রী হওয়া যায়?’ বাবা বললেন ‘এখন অনেকটা হাঁটতে হবে এখন বলতে পারব না। বাড়ি চল।’কিন্তু আমার মাথার থেকে সেই ইচ্ছে গেল না। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নানা ভাবে ভাষণ এটা ওটা দিতে লাগলাম। কিন্তু তাতেও আমার মনের ইচ্ছে পূরণ হল না। কারণ আমি বলছি কেউ তো শুনতে পাচ্ছে না।”

তবে এখানেই থেমে থাকেননি অভিনেত্রী। বাংলা সিনেমার সাদা কালো পর্দার মজাদার নায়িকা আরও বলেন, “কলের গানের চোঙা নিয়ে পাড়ায় ঘুরে ঘুরে ভরদুপুরে বলতাম ‘আপনারা চিন্তা করবেন না। আমি এই দলে যোগদান করেছি। আপনাদের দেখতে চলে এসছি। আমি আপনাদের দেখব, খেতে পরতে দেব’, এসব চিৎকার করে বলতে লাগলাম। ঠিক তিনদিন বাদে দেখলাম পাড়ার মহিলারা সব এসে আমাদের বৈঠকখানায় দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম তাঁরা হয়তো আমার প্রশংসা করতে এসছেন। কিন্তু বাবা আমাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে বললেন ‘তুমি এগুলো কী আরম্ভ করেছ? তুমি সবাইকে খেতে পরতে দেবে? তুমি কে খেতে দেবার? আমি বাজার করি তবেই তো তুমি খাও। আসলে পাড়ার মহিলারা বাবার কাছে নালিশ করতে এসেছিলেন যে তাঁরা দুপুরে আমার চিৎকারের ঠেলায় ঘুমোতে পারে না।আমি সব বন্ধ করে দিলাম। আমার ইচ্ছে পূরণ হল না। হতে চেয়েছিলাম নেত্রী হয়ে গেলাম অভিনেত্রী।”

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version