Thursday, November 13, 2025

Doctor Suicide Case: চিকিৎসকদের হয়ে সুর চড়ালেন শান্তনু, চিঠি প্রধানমন্ত্রীকে

Date:

বারবার আক্রান্ত হচ্ছেন চিকিৎসকেরা(Doctors), এবার সরব হয়েছেন তৃণমূল (TMC)রাজ্যসভার সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন। এবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখলেন সাংসদ। চিকিৎসকদের উপর হয়রানি রুখতে নতুন আইন প্রণয়নের কথা বলে চিঠি লিখলেন শান্তনু সেন(Santanu Sen)।

প্রসঙ্গত, রাজস্থানে হেনস্থার শিকার হয়ে মানসিক চাপে আত্মঘাতী হওয়া চিকিৎসক অর্চনা শর্মার (Archana Sharma)প্রসঙ্গ টেনে এনেই প্রধানমন্ত্রীকে এই চিঠি পাঠিয়েছেন শান্তনু।এই চিঠিতে শান্তনু লেখেন, ‘এই দুঃখজনক ঘটনা আবারও মানুষের চোখ খুলে দেখিয়ে দিয়েছে যে মানবতার খাতিরে কাজ করা চিকিৎসকদের কী ভাবে প্রাণ দিতে হয়। কোভিড (Covid)পরিস্থিতিতে অক্লান্ত পরিশ্রম করে দেশকে সুরক্ষিত রাখার পরেও এই সমাজে চিকিৎসকরা নিরাপদ নন। তাঁরা যে কোনও সামাজিক, রাজনৈতিক পরিস্থিতির বলি হতে পারেন।’

উল্লেখ্য সাম্প্রতিক কালে বারবার খবরের শিরোনামে এসেছে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসকদের উপর হওয়া হিংসা, হয়রানি এবং গুন্ডামির ঘটনার কথা। এই সব রুখতে এবার একটি কেন্দ্রীয় আইন আনার বিষয়ে আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন তৃণমূল রাজ্যসভার সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন।

রাজস্থানের(Rajasthan) দৌসা জেলারে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ছিলেন অর্চনা শর্মা। এই হাসপাতালে এক অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুর ঘটনায় মৃতার পরিবারের সদস্যরা হাসপাতালের বিরুদ্ধে সরব হন। এমনকি গাফিলতির অভিযোগ তুলে অর্চনার বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা পর্যন্ত দায়ের করা হয়। সেই মানসিক নির্যাতন সহ্য না করতে পেরেই আত্মহত্যা করেন অর্চনা শর্মা। এই ঘটনাকে উল্লেখ করে এবার চিকিৎসকদের সুরক্ষা বজায় রাখতে নয়া আইন আনার কথা বলে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন শান্তনু সেন।

Related articles

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...
Exit mobile version