Monday, August 25, 2025

দেশে কত জ্বালানি মজুত আছে? তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রশ্নের জবাবে আতঙ্কের খবর শোনাল কেন্দ্র

Date:

দেশে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের পরিমাণ। আশঙ্কার কথা শোনাল কেন্দ্র। রোজ লাফিয়ে বাড়ছে পেট্রোপণ্য়ের দাম। এই পরিস্থিতিতে দেশে কত জ্বালানি তেল মজুত আছে দেশে? এই বিষয়ে সংসদে লিখিত প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আর সেই প্রশ্নের উত্তরে পেট্রোলিয়াম মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি জানান, ভারতের হাতে মজুত আছে মাত্র ৭৪ দিনের তেল। দেশের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভের পরিমাণ ৫.৩৩ লক্ষ মেট্রিক টন। যা দিয়ে মাত্র ৯.৫ দিন চালানো যেতে পারে। আর তেল বিক্রি করা সংস্থাগুলির মজুতের মাধ্যমে চলতে পারে ৬৪.৫ দিন। তাই, সব মিলিয়ে আপাতকালীন পরিস্থিতির জন্য ভারতের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম মজুত রয়েছে মাত্র ৭৪ দিনের জন্য। অর্থাৎ দেশে এক বছরের তেলও মজুত নেই। যে কোনও দেশেই অন্তত তিন মাস অর্থাৎ ৯০ দিনের পেট্রোলিয়াম রিজার্ভ থাকা উচিত। সেখানে স্টক কী করে এত কমে গেল? জবাব নেই কেন্দ্রের কাছে।

তৃণমূলের আরেক সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে কেন্দ্র জানায়, দেশে আমদানি করা তেলের পরিমাণের এক শতাংশেরও কম আনা হয় রাশিয়া থেকে। তৃণমূল সাংসদ নুসরত জাহানের করা তেলের দাম স্থির করার প্রশ্নের উত্তরে জানানো হয়েছে, তেলের দাম স্থির করে সংস্থাগুলি।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version