Thursday, November 6, 2025

অমানবিক কাণ্ড মধ্যপ্রদেশে, মেলেনি শববাহী যান, মরদেহ কাঁধে নিলেন মহিলারাই

Date:

Share post:

অমানবিক কাণ্ড বিজেপি শাসিত রাজ্যে৷ হাসপাতালে মৃত রোগীর জন্য শববাহী যান মেলেনি৷ বাধ্য হয়ে তাই আত্মীয়ার মরদেহ কাঁধে নিয়ে বাড়ির পথে রওনা হলেন মহিলারাই৷ এই ঘটনা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রেওয়ার। অভূতপূর্ব দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

ভিডিওতে দেখা গিয়েছে, চারজন মহিলা খাটিয়া করে একটি মৃতদেহ বয়ে নিয়ে চলেছেন। তাঁদের জিজ্ঞেস করলে জানা যায়, যে স্বাস্থ্যকেন্দ্রে তাঁরা রোগীকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন সেখান থেকে শববাহী যানের কোনও ব্যবস্থা করা হয়নি। এরপর তাঁরা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন। কিন্তু সেখানেও তাঁদের বিফল হতে হয়। বাধ্য হয়ে তাঁরা খাটিয়াতে মৃতদেহ চাপিয়ে নিজেরাই তা কাঁধে বয়ে নিয়ে গ্রামে ফিরে যাচ্ছেন। ওই খাটিয়াতেই অসুস্থ আত্মীয়াকে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছিল৷

আরও পড়ুন-তিন মাসের শিশু কন্যাকে সাতবার বিক্রি! চাঞ্চল্য অন্ধ্রপ্রদেশে

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই যথারীতি নেটিজেনরা সমালোচনায় মুখর হয়েছে। যদিও মধ্যপ্রদেশের প্রশাসন নির্বিকার৷ তাদের বক্তব্য, বিষয়টি নিয়ে এত আলোচনার কী আছে? এটা এমন কোনও বড় ব্যাপার নয়। জানা গিয়েছে, অসুস্থ এক আত্মীয়াকে চিকিৎসার জন্য রায়পুরের (Madhya Pradesh Raipur) এক হাসপাতালে নিয়ে এসেছিলেন ওই চার মহিলা। কিন্তু মাঝপথেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে  চিকিৎসা চলাকালীন ওই মহিলা মারা যান। কিন্তু মৃতদেহ বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্র তাঁদের কোনও শববাহী গাড়ির ব্যবস্থা করে দেয়নি। যদিও ওই স্বাস্থ্যকেন্দ্রের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বি এল মিশ্রর পাল্টা দাবি, তাঁরা মৃতদেহ ফেরত নিয়ে যাওয়ার জন্য শববাহী যানের ব্যবস্থা করেছিলেন। কিন্তু ওই মৃতার আত্মীয়রা অপেক্ষা না করে নিজেরাই দেহ নিয়ে চলে যান। মিশ্র আরও দাবি করেন, এত সামান্য ঘটনা নিয়ে এত হইচই করার কিছু হয়নি। তাঁদের এলাকায় শববাহী যান পাওয়া খুবই কঠিন। মানুষ এভাবেই মৃতদেহ নিয়ে যায়। এটাই এখানে স্বাভাবিক৷ স্বাস্থ্য আধিকারিকের ওই বক্তব্যের ভিডিও সামনে আসতেই সমালোচনার ঝড় আরও তীব্র হয়েছে। প্রশ্ন উঠছে, এটাই কি বিজেপির ডবল ইঞ্জিন সরকারের নমুনা? প্রশাসনের আচরণে মানবিকতার লেশটুকুও নেই! উল্টে এই বেনজির ঘটনার সাফাই দিচ্ছে প্রশাসন৷

spot_img

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...