Wednesday, November 12, 2025

মারাদোনা বামপন্থী! বাম যুবদের কাণ্ডকারখানায় প্রকাশ্যে সিপিএমের দৈন্যতা

Date:

সিপিএমের দৈন্যদশা। হারতে হারতে তাদের অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে এবার প্রয়াত ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনাকেও বামপন্থী বানিয়ে ফেলে। মারাদোনার নামে সম্মেলন মঞ্চ করে বাম যুবরা বহুদিন পর খবরে আসতে পারেন কিন্তু তাতে সংগঠন যে একচুল এগোবে না তা নিশ্চিত করে বলা যায়।

আগামী ১২ থেকে ১৫ মে সল্টলেকে সর্বভারতীয় সম্মেলনের ডাক দিয়েছে DYFI। মঞ্চের নামকরণ করা হয়েছে দিয়েগো মারাদোনার নামে। আর সেই থেকে বিতর্ক শুরু। তার কারন, সিপিএমের বা সিপিএমের গণসংগঠনগুলির মঞ্চ সাধারণভাবে দলের প্রয়াত নেতত্ব কিংবা বাম মনোভাবাসম্পন্ন প্রয়াত ব্যক্তির নামে করা হয়ে থাকে। কিন্তু তাবলে মারাদোনা?

মারাদোনা ফুটবলের রাজপুত্র এ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু নানা নেশায় যখন অন্ধকার জগতের দিকে দ্রুত ছুটে যাচ্ছিলেন, তখন তাঁর চিকিৎসা করেছিলেন কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। ফিদেলকে বাবার মতো শ্রদ্ধা করতেন মারাদোনা। ফিদেলের ছবি ট্যাটু করে হাতে রেখেছিলেন। কিন্তু গুগল ঘেঁটে কোথাও দেখা যাচ্ছে না মারাদোনা একবারের জন্যেও বলেছিলেন যে তিনি ফিদেলের ভাবাদর্শে অনুপ্রাণিত, তিনি বামপন্থায় বিশ্বাস করেন। তাহলে কেন এই কাণ্ড? বাম যুবদের যুক্তি সদ্য মারা গিয়েছেন ফুটবলের রাজপুত্র। তাই তাঁর নামে মঞ্চ। তাহলে এরকম অনেক বিখ্যাত সদ্য প্রয়াত হয়েছেন, তাহলে তাদের নামে কেন মঞ্চ করা হলো না? আসলে রাজ্যে বামেরা শূন্যতে এসে ঠেকার পর নত্বসত্ব জ্ঞান হারিয়েছে বামপন্থীরা। সঙ্গে মানুষ নেই, তাই ওজন বাড়াতে মারাদোনাকেও বামপন্থী বানাতে হচ্ছে। মুজফ্‌ফর আহমদের পার্টির দৈন্যদশা দেখে সকলেই হাসছেন।

আরও পড়ুন- গত পাঁচ বছরে বিদেশে কতজন ভারতীয় মেডিক্যাল পড়তে গিয়েছে, জানাতে পারল না কেন্দ্র

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version