Monday, August 25, 2025

ICORE মামলায় অভিযুক্ত সুমন চট্টোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

Date:

আইকোর আর্থিক তছরুপ মামলায়(money laundering case) অভিযুক্ত সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়(Suman Chattopadhyay) ও তাঁর পরিবারের ৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি(ED)। জানা গিয়েছে, প্রাক্তন ওই সাংবাদিকের স্থাবর ও অস্থাবর সব রকম সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই তালিকায় রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে একাধিক ফ্ল্যাট। একাধিক ধারায় প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য সিবিআই(CBI) এফআইআর দায়ের করার পর আইকোর গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের তদন্ত শুরু করেছে ইডি। আর সেই তদন্তেই এই পদক্ষেপ।


আরও পড়ুন: Weather Forecast:চড়ছে তাপমাত্রার পারদ!প্যাঁচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী

ইডির তদন্তে জানা গেছে, আইকোর গ্রুপ কোম্পানিগুলি বিপুল পরিমাণ চিটফান্ড দুর্নীতি চালায়, যেখানে এই গ্রুপ অবৈধভাবে অবাস্তব রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছিল। সুমন চট্টোপাধ্যায় ব্যক্তিগতভাবে এবং তার কোম্পানি M/s দিশা প্রোডাকশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেডের মাধ্যমে বিপুল অংকের দুর্নীতি করেছেন। M/s দিশা প্রোডাকশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট কোম্পানিতে ব্যবসায়িক বিনিয়োগের ছদ্মবেশে ICORE গ্রুপ থেকে ৯.৮৩ কোটি টাকা তোলা হয়। ICORE গ্রুপ ছাড়াও, সুমন চট্টোপাধ্যায় একই পদ্ধতিতে সারদা গ্রুপের মতো অন্যান্য চিট ফান্ড কোম্পানি থেকেও তহবিল পেয়েছেন এবং এর আগে সারদা গ্রুপের মামলায় ED-এর আতস কাঁচের তলায় এসেছেন।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ICORE কোম্পানির প্রোমোটার ডিরেক্টর ও তাদের পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যারা আর্থিক মূল্য ছিল ৩০০ কোটি টাকারও বেশি।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version