Wednesday, August 27, 2025

বিধানসভায় বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহার করতে চিঠি রাজ্যপালের

Date:

বিধানসভা কক্ষে হাতাহাতির ঘটনার জেরে গত সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিসহ (Suvendu Adhikari) ৫ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Bandopadhyay) ৷ সাসপেনশনের নোটিশ হাতে পাওয়া মাত্রই রাজ্যপালের দ্বারস্থ হন ওই বিজেপি বিধায়করা। এবার এই সাসপেনশন(Suspension) প্রত্যাহার করার জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে(Biman Bandopadhyay) চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Writes Letter to Speaker)। যদিও কোনও চিঠি পান নি বলেই জানিয়েছেন স্পিকার, এমনটাই সূত্রের খবর।

উল্লেখ্য গত সোমবার বিধানসভা অধিবেশনের শেষ দিনে হঠাত করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি বিধানসভা অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়করা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পালটা অভিযোগ করা হয় বিজেপির পক্ষ থেকেও। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রনের বাইরে চলে যায় যে রীতিমত ধস্তাধস্তি শুরু হয় অধিবেশন কক্ষে। এরপরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাকে ঘুসি মারেন বলে অভিযোগ ওঠে। তড়িঘড়ি আহত বিধায়ককে সেখান থেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তখন উত্তরবঙ্গ সফরে থাকায়, তিনি পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে সবটা জানতে চান। এরপর তৃণমূলের পক্ষ থেকে ঘটনার সুবিচার দাবি করা হয়। বিধানসভার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিসহ ৫ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন। এবার এই সাসপেনশন প্রত্যাহার করার জন্য অধ্যক্ষকে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।যদিও সূত্রের খবর এই বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে, তিনি জানান রাজ্যপালের কাছ থেকে এখনও কোনও চিঠি তিনি পান নি।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version