Sunday, August 24, 2025

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে বিজেপির ভূমিকার তীব্র সমালোচনা করলেন শরদ পাওয়ার

Date:

‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir files) এর মুক্তি নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি (NCP)প্রধান শরদ পাওয়ার(Sharad Pawar)। এবার তাঁর দলের দিল্লি ইউনিটের (Delhi Unit) সংখ্যালঘু বিভাগের একটি সম্মেলনে ভাষণ দিয়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir files)সিনেমার প্রসঙ্গ তুলে বলেন, “এ ধরনের চলচ্চিত্র প্রদর্শনের জন্য ছাড়পত্র দেওয়া উচিত ছিল না। অথচ ছবিটিকে ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে এবং যারা দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য দায়বদ্ধ তারা লোকেদের মধ্যে ক্ষোভ সৃষ্টিকারী চলচ্চিত্রটি দেখতে উৎসাহিত করছে।”

‘পরীক্ষাকে উৎসবের মত ভাবতে হবে’, পরীক্ষার্থীদের পরামর্শ মোদির

এনসিপি প্রধান শরদ পাওয়ার বিজেপির দিকে আঙুল তুলে ‘দ্য কাশ্মীর ফাইলস'(The Kashmir files) ছবির প্রসঙ্গ তুলে অভিযোগ করে বলেন কাশ্মীর(Kashmir) উপত্যকা থেকে কাশ্মীরি পন্ডিতদের দেশত্যাগ সম্পর্কে “মিথ্যা প্রচারণা” ছড়িয়ে একটি “বিষাক্ত পরিবেশ” তৈরি করার চেষ্টা করছে। তিনি বলেন, “পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলি কাশ্মীরি পণ্ডিত এবং মুসলমানদের উপর হামলার জন্য দায়ী।” এনসিপি প্রধান বলেন, “নরেন্দ্র মোদি সরকার যদি সত্যিই কাশ্মীরি পণ্ডিতদের বিষয়ে চিন্তা করে, তবে তাদের পুনর্বাসনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা উচিত এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্ষোভ জাগানো উচিত নয়।” কাশ্মীর নিয়ে বিতর্কে জওহরলাল নেহরুকে টেনে আনার জন্যও বিজেপির সমালোচনা করেছেন পাওয়ার। এই প্রসঙ্গে তিনি বলেন, ” যখন কাশ্মীর পণ্ডিতদের দেশত্যাগ শুরু হয়েছিল তখন ভিপি সিংই প্রধানমন্ত্রী ছিলেন । তাঁর সরকার বিজেপি সমর্থিত ছিল। মুফতি মোহাম্মদ সাঈদ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং জগমোহন, যিনি পরে দিল্লি থেকে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ছিলেন। তৎকালীন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ জগমোহনের সাথে মতপার্থক্যের পরে পদত্যাগ করেছিলেন এবং উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের প্রস্থান করার সময় রাজ্যের প্রশাসন ছিল রাজ্যপালের নিয়ন্ত্রণে।” সব মিলিয়ে ভারতীয় জনতা পার্টিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version