ভারত- অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর, চাকরির সুযোগ রয়েছে?

ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার (India- Australia) নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হল। এই চুক্তিকে ঐতিহাসিক মুহূর্ত বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal) ও অস্ট্রেলিয়ার বাণিজ্য ও শিল্পমন্ত্রী ড্যান তেহানের ভার্চুয়াল বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ১০ লক্ষ চাকরির সুযোগ তৈরি হবে। এবং রাতারাতি দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিনিয়োগ একলাফে বেড়ে যাবে অনেকটাই। মনে করা হচ্ছে এই চুক্তির ফলে আগামী পাঁচ বছরে অস্ট্রেলিয়ায় ভারতের রফতানির পরিমাণ ২৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৪৫ বিলিয়ন ডলার হবে।

আরও পড়ুন: শিক্ষক থেকে রাতারাতি ঝাড়ুদার ৩৪৪ জন, ভয়ঙ্কর কাণ্ড বাম শাসিত কেরলে

শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন দুই দেশের বাণিজ্যমন্ত্রীদের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও অস্ট্রেলিয়ার (India- Australia) প্রধানমন্ত্রী স্কট মরিসন। বৈঠকের পর মোদি বলেন, “এই চুক্তির ফলে আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতাবস্থায় অবদান রাখতে পারব। একইসঙ্গে পারস্পরিক সহায়তার জায়গাটিকে আরও মজবুত করা হবে।”



Previous articleRanbir-Alia marrige:বৈশাখেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর-আলিয়া !
Next articleBreakfast News: ব্রেকফাস্ট নিউজ