Wednesday, May 7, 2025

প্রতীক্ষার অবসান! ফ্যানেদের মুখে হাসি। এবার চার হাত এক হয়েই গেল বুঝি। কপুর হাউসেই(Kapoor House) বাজতে চলেছে বিয়ের সানাই।সূত্রের খবর বাংলা নববর্ষের শুরুতেই অফিসিয়ালি এক হবেন ” রালিয়া”( Ranbir- Alia)।

শুরু হয়েছে প্রস্তুতি, জাঁকজমকপূর্ণ বিয়ের রাজকীয় আয়োজন। রণবীর – আলিয়ার ( Ranbir Kapoor & Alia Bhatt) ঘনিষ্ঠরা বলছেন আর দেরি নেই। দুই পরিবার এক হয়ে এবার বিয়ে দেবেন রণবীর-আলিয়ার। আর এতেই সব জল্পনা শেষ। মনে করা হচ্ছে ডেস্টিনেশন ওয়েডিং(Destination wedding) নয়, কপূর পরিবার(Kapoor family) নাকি তাঁদের পারিবারিক রীতি-রেওয়াজকেই মান্যতা দিয়ে রাজকীয় বিয়ের আয়োজন করতে চলেছেন।মুম্বইয়েই বসবে রণবীর-আলিয়ার(Ranbir Kapoor & Alia Bhatt) বিবাহ মণ্ডপ।

বিয়ের ব্যাপারে পাত্র একটু প্রাচীনপন্থী। ঠিক যে ভাবে ১৯৮০ সালের ঋষি আর নীতু সাত পাকে বাঁধা পড়েছিলেন, ঠিক সেভাবেই ঘর বাঁধতে চান রণবীর। রণবীর বরাবরই তাঁর ঠাকুমা কৃষ্ণা রাজ কপূরের ঘনিষ্ঠ, পারিবারিক রীতিনীতির উপরেও প্রবল আস্থা তাঁর। তাই বিয়ের কথা পাকা হওয়ার পর থেকেই নাকি তিনি ঘনিষ্ঠদের জানিয়েছিলেন, চেম্বুরের পৈতৃক বাড়িতে আলিয়াকে ঘরনি করবেন তিনি।
বিয়ে হবে দুই পরিবার এবং ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে। বিয়ের দায়িত্বে শাদি স্কোয়াড। মাত্র ৪৫০ জন নাকি আমন্ত্রণ পাবেন এই ‘হেভিওয়েট’ বিয়েতে। ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে নাকি তাঁদের অনুরোধ জানানো হয়েছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের আগে তাঁরা যেন সব কাজ মিটিয়ে নেন। অর্থাৎ, আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সম্ভবত এপ্রিলের মাঝামাঝিই বিয়ে হতে চলেছে বলিউডের এই জনপ্রিয় তারকা যুগলের। যদিও কপূর পরিবার চেয়েছিলেন এপ্রিলের শেষেই শুভ কাজ সুসম্পন্ন হোক। কিন্তু আলিয়ার ঠাকুরদা নরেন্দ্রনাথ রাজদানের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই ভট্ট পরিবার বিয়ের তারিখ এগিয়ে এনেছেন।

অতএব এই বৈশাখেই দাম্পত্যের নতুন পথে, আলিয়া- রণবীর একসাথে।

Related articles

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...
Exit mobile version