Wednesday, August 27, 2025

প্রতীক্ষার অবসান! ফ্যানেদের মুখে হাসি। এবার চার হাত এক হয়েই গেল বুঝি। কপুর হাউসেই(Kapoor House) বাজতে চলেছে বিয়ের সানাই।সূত্রের খবর বাংলা নববর্ষের শুরুতেই অফিসিয়ালি এক হবেন ” রালিয়া”( Ranbir- Alia)।

শুরু হয়েছে প্রস্তুতি, জাঁকজমকপূর্ণ বিয়ের রাজকীয় আয়োজন। রণবীর – আলিয়ার ( Ranbir Kapoor & Alia Bhatt) ঘনিষ্ঠরা বলছেন আর দেরি নেই। দুই পরিবার এক হয়ে এবার বিয়ে দেবেন রণবীর-আলিয়ার। আর এতেই সব জল্পনা শেষ। মনে করা হচ্ছে ডেস্টিনেশন ওয়েডিং(Destination wedding) নয়, কপূর পরিবার(Kapoor family) নাকি তাঁদের পারিবারিক রীতি-রেওয়াজকেই মান্যতা দিয়ে রাজকীয় বিয়ের আয়োজন করতে চলেছেন।মুম্বইয়েই বসবে রণবীর-আলিয়ার(Ranbir Kapoor & Alia Bhatt) বিবাহ মণ্ডপ।

বিয়ের ব্যাপারে পাত্র একটু প্রাচীনপন্থী। ঠিক যে ভাবে ১৯৮০ সালের ঋষি আর নীতু সাত পাকে বাঁধা পড়েছিলেন, ঠিক সেভাবেই ঘর বাঁধতে চান রণবীর। রণবীর বরাবরই তাঁর ঠাকুমা কৃষ্ণা রাজ কপূরের ঘনিষ্ঠ, পারিবারিক রীতিনীতির উপরেও প্রবল আস্থা তাঁর। তাই বিয়ের কথা পাকা হওয়ার পর থেকেই নাকি তিনি ঘনিষ্ঠদের জানিয়েছিলেন, চেম্বুরের পৈতৃক বাড়িতে আলিয়াকে ঘরনি করবেন তিনি।
বিয়ে হবে দুই পরিবার এবং ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে। বিয়ের দায়িত্বে শাদি স্কোয়াড। মাত্র ৪৫০ জন নাকি আমন্ত্রণ পাবেন এই ‘হেভিওয়েট’ বিয়েতে। ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে নাকি তাঁদের অনুরোধ জানানো হয়েছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের আগে তাঁরা যেন সব কাজ মিটিয়ে নেন। অর্থাৎ, আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সম্ভবত এপ্রিলের মাঝামাঝিই বিয়ে হতে চলেছে বলিউডের এই জনপ্রিয় তারকা যুগলের। যদিও কপূর পরিবার চেয়েছিলেন এপ্রিলের শেষেই শুভ কাজ সুসম্পন্ন হোক। কিন্তু আলিয়ার ঠাকুরদা নরেন্দ্রনাথ রাজদানের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই ভট্ট পরিবার বিয়ের তারিখ এগিয়ে এনেছেন।

অতএব এই বৈশাখেই দাম্পত্যের নতুন পথে, আলিয়া- রণবীর একসাথে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version