Sunday, November 9, 2025

রাতের আকাশে আলোর ছটা, বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী আংশিক দেশবাসী

Date:

হঠাৎ করেই এক অভূতপূর্ব আলোকের ঝরনা। দেখা গেল ধূমকেতুর আদলে বিচ্ছুরিত আলো ছুটে চলেছে আকাশের এক প্রান্ত অপর প্রান্তে। মহারাষ্ট্র (Maharasta)এবং মধ্যপ্রদেশের(Madhyapradesh) আকাশে উদয় হওয়া এই মহাজাগতিক বস্তু (space debris) আলোর ভেলকি দেখে বিস্মিত প্রত্যেকেই। এটি কোনও মহাকাশ যান হতে পারে এমনটাই জল্পনা শুরু হয়েছিল কিন্তু আপাতদৃষ্টিতে একে উল্কাবৃষ্টি (Meteor shower) বলেই মনে করে হচ্ছে। খসে পড়া এই জ্বলন্ত বস্তুর ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়(social Media)। মহারাষ্ট্রের নাগপুর এবং মধ্যপ্রদেশের বারওয়ানি, ভোপাল, ইন্দোর, জাবুয়া – এইসব এলাকায় এই মহাজাগতিক বিরল দৃশ্য চোখে পড়ে। রাত দশটা নাগাদ এই ঘটনা মিডিয়ার মাধ্যমে সামনে আসে।

ধ্বংসের দিকে এগিয়ে যাওয়ার আগে একাধিক উল্কা পৃথিবীর বায়ুমন্ডলের সঙ্গে ঘষা লেগে আগুনের গোলার মতো ধেয়ে আসে এবং আকাশে ছড়িয়ে পড়ে এটাও ঠিক তেমনই ঘটনা। যদিও এই দৃশ্যটি দেখে অনেকে মনে করছেন ওই মহাজাগতিক বস্তু আসলে চিনা চাং ঝেঙ ৫ বি রকেট (Chang Zheng 5B Rocket)। যা চিনা ক্ষেপণাস্ত্র। ২০২১ এই ক্ষেপণাস্ত্রকে ছোড়ে চিন। এই রকেটের বৈশিষ্ট্য হল এটি আকাশে জ্বলতে জ্বলতেই ছাই হয়ে যায়।

অন্যদিকে আবার গুজরাতের আকাশেও দেখা গেল আর একটি বিশালাকৃতির অগ্নিগোলক। কচ্ছ, জামনগর, সৌরাষ্ট্র থেকে দক্ষিণ গুজরাতের বেশ কিছু অংশের দেখা গেছে এই আলোক বিচ্ছুরণ। এটাকেও উল্কাপিন্ড ( Meteoritis) বলেই মনে করা হচ্ছে। শুটিং স্টার নামে পরিচিত এই উল্কা পৃথিবীর বায়ুমন্ডলে প্রচন্ড গতিতে প্রবেশ করে এই ধূমকেতুর মতো আলোর ঝরনা সৃষ্টি করে।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version