Saturday, November 8, 2025
  • ১৫ দিনে ১৩ বার দাম বাড়ল পেট্রোল ডিজেলের। আকাশছোঁয়া জ্বালানির দামে জেরবার সাধারণ মানুষ।
  • সিসিটিভি ক্যামেরা ভেঙে এটিএম কেটে লুঠ প্রায় পনেরো লক্ষ টাকা। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম। তদন্ত শুরু পুলিশের।
  • ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডের তদন্তভার গেল সিবিআইয়ের হাতে। সোমবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
  • চরম অর্থনৈতিক সঙ্কটে পড়েছে দেশ। রাতারাতি ইস্তফা দিয়েছে গোটা মন্ত্রিসভা । দেশ সামলাতে আজই নতুন মন্ত্রিসভা গঠন ও তাদের শপথ গ্রহণ হতে পারে বলে খবর। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রেসিডেন্ট রাজাপক্ষ অর্থমন্ত্রী পদ থেকে তাঁর ভাই বাসিল রাজাপক্ষকে সরিয়ে আলি সাবরিকে নিয়োগ করেছেন। বিরোধী দলগুলির সঙ্গে দেখা ও বৈঠক করার পরই পূর্ণাঙ্গ ক্যাবিনেট তৈরি করা হবে। অন্যদিকে, শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নরও সোমবারই ইস্তফা দিয়েছেন।
  • ইউক্রেনে হামলার তীব্র বিরোধ, এবার রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল লিথুয়ানিয়া।
  • ৪৮টি সাংগঠনিক জেলার জন্য রাজ্য কার্যনির্বাহী কমিটি ও বিশেষ আমন্ত্রিত সদস্যদের তালিকা ঘোষণা করল রাজ্য বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই প্রথম বঙ্গ বিজেপির কোনও সাংগঠনিক পদ পেলেন।যদিও এবারও নতুন এই কার্যনির্বাহী কমিটিতে ঠাঁই হয়নি বিক্ষুব্ধ বিজেপি নেতা সায়ন্তন বসু, রীতেশ তিওয়ারির মতো অতি পরিচিতি নেতাদের।
  • এসএসসি মামলার শুনানিতে বেনজির জটিলতা তৈরি হল কলকাতা হাইকোর্টে। একই দিনে এই মামলা থেকে একে একে সরে দাঁড়ালেন তিন বিচারপতি। সোমবার সকালে এই মামলা থেকে সরে দাঁড়ায় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।এরপর দুপুর ১ টা নাগাদ বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চও এই মামলা থেকে সরে দাঁড়ায়। সব শেষে বিচারপতি সৌমেন্দ্র সেনের ডিভিশন বেঞ্চও এসএসসি মামলা থেকে সরে দাঁড়িয়েছে। যার ফলে মামলা প্রধান বিচারপতির প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে।
  • কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী। রামপুরহাট-কাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। সোমবার সিউড়িতে জেলাশাসকের দফতরে নিহতদের আত্মীয়দের ডাকা হয়েছিল। সেখানেই মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে তাঁদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। ১৯ মার্চ রাতে বগটুই গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মৃতদের পরিজনদের নিজের কোটা থেকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী।





Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version