বিতর্ক কিছুতেই যেন পিছু ছাড়ছে না প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খানের( Imran Khan)। তাঁর প্রধানমন্ত্রী (PM)পদ নিয়ে বিস্তর জল্পনা হয়েছে আগেই, এবার কেয়ারটেকার প্রধানমন্ত্রী(Caretaker PM) হিসেবে যোগ্য প্রার্থীর নাম মনোনয়নের জেরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ইমরান খান(Imran Khan)।
বঙ্গ বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটিতে শুভেন্দু, ঠাঁই হল না সায়ন্তন-রীতেশদের
এই প্রসঙ্গে বিদায়ী তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, পাকিস্তান নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। শেহবাজ এর মন্তব্য প্রসঙ্গে তিনি জানান এটি তাঁর ব্যক্তিগত মতামত । অন্যদিকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রত্যক্ষ করার পর জানান, জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি যে সমস্ত আদেশ ও পদক্ষেপ গ্রহণ করেছেন তা আদালতের আদেশের সাপেক্ষে কার্যকর হবে। এই বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত সব পক্ষকেই কোনও “অসাংবিধানিক” পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছে ।