Monday, November 10, 2025

পেট্রোপণ্যের অগ্নিমূল্য: মোদি সরকারকে ঝাঁঝালো আক্রমণ কুণালের

Date:

ধারাবাহিকতার সাথে ক্রমাগত বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম। প্রতিদিন যেভাবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে বিপন্ন হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ চালাচ্ছে – চালাবে। তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদে একটাই স্লোগান “নো ভোট টু বিজেপি”। কারণ বিজেপিকে ভোট দেওয়া মানে পেট্রোলের দাম বৃদ্ধি, ডিজেলের দাম বৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়ে রাজ্যপাল কেও তোপ দাগেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘রাজ্যপাল ঘুমোচ্ছেন, সকাল থেকে রাত পর্যন্ত টুইট করেন রাজ্যপাল কিন্তু মূল্যবৃদ্ধি নিয়ে কোন টুইট দেখিনা। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধের দাম বাড়লে টুইট দেখিনা।’ ঝালদায় বুধবার সিপিএমের ডাকা বনধকে বিজেপির সমর্থন প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র বলেন, ‘বিজেপি, কংগ্রেস ও সিপিএম হাতে হাত মিলিয়ে চলছে। এটা কোনও নতুন বিষয় নয়। জনগণের দরবার থেকে প্রত্যাক্ষিত বিজেপি।’

সোমবারের পর মঙ্গলবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঘটেছে। লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম ৮০ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। গত ১৪ দিনে ১৩ বার বাড়লো জ্বালানির দাম। মঙ্গলবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির পর কলকাতায় পেট্রোলের দাম ১১৪ টাকা ২৮ পয়সা এবং ডিজেলের দাম ৯৯ টাকা ০২ পয়সা। এছাড়াও এদিন রাজ্যের ৬ জেলা অর্থাৎ কোচবিহার, নদীয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ারে জেলায় ডিজেলের দাম সেঞ্চুরি পার করেছে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version