Saturday, August 23, 2025

পেট্রোপণ্যের অগ্নিমূল্য: মোদি সরকারকে ঝাঁঝালো আক্রমণ কুণালের

Date:

ধারাবাহিকতার সাথে ক্রমাগত বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম। প্রতিদিন যেভাবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে বিপন্ন হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ চালাচ্ছে – চালাবে। তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদে একটাই স্লোগান “নো ভোট টু বিজেপি”। কারণ বিজেপিকে ভোট দেওয়া মানে পেট্রোলের দাম বৃদ্ধি, ডিজেলের দাম বৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়ে রাজ্যপাল কেও তোপ দাগেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘রাজ্যপাল ঘুমোচ্ছেন, সকাল থেকে রাত পর্যন্ত টুইট করেন রাজ্যপাল কিন্তু মূল্যবৃদ্ধি নিয়ে কোন টুইট দেখিনা। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধের দাম বাড়লে টুইট দেখিনা।’ ঝালদায় বুধবার সিপিএমের ডাকা বনধকে বিজেপির সমর্থন প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র বলেন, ‘বিজেপি, কংগ্রেস ও সিপিএম হাতে হাত মিলিয়ে চলছে। এটা কোনও নতুন বিষয় নয়। জনগণের দরবার থেকে প্রত্যাক্ষিত বিজেপি।’

সোমবারের পর মঙ্গলবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঘটেছে। লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম ৮০ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। গত ১৪ দিনে ১৩ বার বাড়লো জ্বালানির দাম। মঙ্গলবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির পর কলকাতায় পেট্রোলের দাম ১১৪ টাকা ২৮ পয়সা এবং ডিজেলের দাম ৯৯ টাকা ০২ পয়সা। এছাড়াও এদিন রাজ্যের ৬ জেলা অর্থাৎ কোচবিহার, নদীয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ারে জেলায় ডিজেলের দাম সেঞ্চুরি পার করেছে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version