Sunday, May 11, 2025

বারবার হেনস্থা করা হয়েছে তাঁকে এবার আর মেনে নেওয়া সম্ভব নয়, অতএব স্থান বদল। আলিয়া বিশ্ববিদ্যালয়ের(Aliah University) উপাচার্য মহম্মদ আলি (Mohammad Ali)এবার জেতে চান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে(Jadavpur University)। আগামি ১৩ এপ্রিল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করতে পারেন বলেই মনে করা হচ্ছে।

অনেক অপমান সহ্য করতে হয়েছে তাঁকে, তাই এবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আর থাকতে চান না। চূড়ান্ত হেনস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন মহম্মদ আলি। তিনি বারবার জানিয়েছেন শিক্ষক হিসেবে তিনি আতঙ্কিত। ঘটনার দিন বেরোনোর সময় গেটের কয়েকজন ছাত্র এসে তাঁকে বাধা দেয়। মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ শিক্ষকের। এর আগেই আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিগ্রহের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। গোটা ঘটনা বিস্তারিত জানতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলবও করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতরে ঢুকে তাণ্ডব চালাচ্ছে কিছু দুষ্কৃতী। তাদের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র গিয়াসউদ্দিন মণ্ডল। উপাচার্যকে চড় কষানোর হুমকি দিচ্ছেন তিনি। উপাচার্য মহম্মদ আলির অভিযোগ, থানার আইসিকে ফোন করলেও তাঁর নিরাপত্তায় কোনও পুলিশ আসেনি। ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর রবিবার অভিযুক্ত গিয়াসউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

বই খুলে পরীক্ষায় অনুমতি! নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়

নিগ্রহের ঘটনার জের এখনও ভুলতে পারেন নি উপাচার্য। এবার নিজে থেকেই আলিয়া বিশ্ববিদ্যালয় ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও এই বিষয়ে জানিয়েছেন বলে দাবি আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলির। আগামি ১৩ এপ্রিল তিনি যাদবপুরে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।

Related articles

কাশ্মীর: ট্রাম্পের মধ্যস্থতা চায় না ভারত, বাণিজ্য নিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট!

একবার দু'পক্ষের সঙ্গে কথা বলে সংঘর্ষ বিরতির চেষ্টা করলেও বারবার তাঁকে এ বিষয়ে নাক গলাতে দেওয়া হবে না।...

জঙ্গিদের শেষকৃত্যই প্রমাণ কারা মদত দিচ্ছে! নাম না করে পাকিস্তানকে তীব্র আক্রমণ সেনা আধিকারিকদের

অপারেশন সিন্দুর-এ পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ১০০ জন জঙ্গি নিকেশ হয়েছে।...

বিরাটের সিদ্ধান্তের পিছনে গম্ভীরের হাত? হৈচৈ ক্রিকেটমহলে

রোহিত শর্মার(Rohit Sharma) অবসর নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছেন বিরাট কোহলি(Virat Kohli)। হঠাত্ করেই শোনাযাচ্ছে...

সব জেলায় তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ রাখার নির্দেশ মুখ্যসচিবের, জরুরি বৈঠক স্বাস্থ্যসচিবেরও

ভারত-পাক সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতিতে রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার (State Government)। সমস্ত জেলায় আগামী তিন মাস— *জুন,...
Exit mobile version