Sunday, November 9, 2025

দুর্নীতি মামলায় মহারাষ্ট্রের মন্ত্রী অনিল দেশমুখকে গ্রেফতার করল সিবিআই

Date:

দুর্নীতি মামলায় অভিযুক্ত মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনসিপি নেতা অনিল দেশমুখকে(Anil Deshmukh) বুধবার গ্রেফতার করল সিবিআই। অসুস্থতার জন্য হাসপাতালে ভরতি হয়েছিলেন অনিল দেশমুখ। মঙ্গলবার তিনি ছাড়া পাওয়ার পর বর্তমানে মুম্বইয়ের আর্থার রোড জেলে তাঁকে রাখা হয়েছে বলে সুত্রের খবর। তবে সিবিআইয়ের(CBI) দাবি, গ্রেফতারি এড়াতেই এড়াতেই হাসপাতালে ভরতি হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী।

প্রসঙ্গত, দুর্নীতি মামলার তদন্তে নেমে দেশমুখের ঘনিষ্ঠ ৩ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল সিবিআই। দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত হিসাবে দেশমুখকেও নিজেদের হেফাজতে (Custody) চেয়েছিল সিবিআই। সেই আবেদনে সাড়া দেয় সিবিআইয়ের বিশেষ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান অনিল দেশমুখ। বম্বে হাইকোর্ট সেই আরজি খারিজ করে দেয়। এর ঠিক পর অসুস্থতার কারণে হাসপাতালে ভরতি হন তিনি। তবে সিবিআইয়ের তরফে জানানো হয়, গ্রেফতারি এড়াতেই হাসপাতালে ভরতি হয়েছেন তিনি। মুম্বইয়ের জেজে সরকারি হাসপাতালের অরথোপেডিক বিভাগে ভরতি থাকার পর মঙ্গলবার ছুটি দেওয়া হয় তাঁকে। ছাড়া পাওয়ার পরই গ্রেফতার করা হল তাঁকে। যদিও কতদিনের জন্য তাঁকে হেফাজতে রাখা হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানা যায়নি।

আরও পড়ুন:লাগামছাড়া মূল্যবৃদ্ধি,আগামিকাল জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বর মাসে অন্য একটি মামলায় অনিল দেশমুখকে গ্রেফতার করেছিল ইডি। মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার পরমবীর সিং জানিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার অনৈতিক সুবিধা নিয়েছেন তিনি। বহিষ্কৃত পুলিশ ইন্সপেক্টর শচীন বেজ-সহ বেশ কয়েকজনকে তিনি নির্দেশ দিয়েছিলেন, বিভিন্ন রেস্তরাঁ এবং পানশালা থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করতে হবে। এই অভিযোগের ভিত্তিতেই ইডি তদন্ত শুরু করে দেশমুখের বিরুদ্ধে।

Related articles

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...
Exit mobile version