Saturday, November 15, 2025

রাজ্য সরকারের প্রস্তাবিত সিল্ক হাবের (Silk Hub) জন্য জমি জরিপ ও সীমানা চিহ্নিতকরণের কাজ শুরু করল প্রশাসন। মঙ্গলবার, শ্রীরামপুর মহকুমা শাসক সম্রাট চক্রবর্তীর (Samrat Chakraborty) নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রীরামপুরের ২৭ নম্বর ওয়ার্ডের প্রভাস নগরে সিল্ক হাবের জন্য জমি সীমানা নির্ধারণের কাজ খতিয়ে দেখেন। বিধায়ক অরিন্দম গুঁই, শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী শা, কাউন্সিলর পিন্টু নাগ ও সন্তোষকুমার সিংয়ের মতো জন প্রতিনিধি ও জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা হাজির ছিলেন।

প্রশাসন সূত্রে খবর সিল্ক হাবের জন্য এ দিন ২০ একর জমির সীমানা চিহ্নিতকরণ করেছে। ২০১৭-র তারকেশ্বরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শ্রীরামপুরে সিল্ক হাব প্রকল্পের কথা ঘোষণা করেন। ওই সময় পুরসভার পুরপ্রধান ছিলেন অমিয় মুখোপাধ্যায়।

আরও পড়ুন:SSKM-এ ভর্তি হলেন অনুব্রত, ‘ইচ্ছে থাকলেও আসতে পারছেন না’, CBIকে চিঠি আইনজীবীর

গত বিধানসভা ভোটের আগে প্রশাসনের কর্তা ব্যাক্তিরা জন প্রতিনিধিদের নিয়ে সিল্ক হাবের জমি জরিপ করতে গিয়ে রাজনৈতিক বাধার মুখে পড়েন। তবে রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসতেই রাজ্য সরকার সিল্ক হাবের কাজে গতি আনতে তৎপর হতেই বিকল্প কর্মসংস্থানের আশায় বুক বাধছেন স্থানীয়রা। প্রভাসনগর ও আশেপাশের বাসিন্দাদের কথায় আমরা চাই এলহানে সিল্ক হাব তৈরি হোক। এরফলে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের পথ সুগম হবে। বিধায়ক অরিন্দম গুঁই বলেন, বিজেপি সিপিআইএমের ষড়যন্ত্রে সিল্ক হাবের কাজ গতি থমকে রয়েছে। মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। হাজার হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে বলে আমাদের বিশ্বাস। শ্রীরামপুর পুরপ্রধান গিরিধারী শা বলেন, আমাদের সরকার বৃহৎ স্বার্থে কাজ করছে। স্থানীয় কাউন্সিলর পিন্টু নাগ বলেন, শাড়ি ছাপাই ও ব্লক তৈরির শিল্পে শ্রীরামপুরের নাম ইতিহাসের পাতায় রয়েছে। সেই কারণেই এই শিল্পকে রক্ষা করতে মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়েছেন। শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী বলেন, রাজ্য সরকারের প্রস্তাবিত সিল্ক হাবের জন্য এ দিন জমি জরিপের কাজ হয়েছে। ভূমি ও ভূমি রাজস্ব এবং জন প্রতিনিধিরা হাজির ছিলেন। সকলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠ ভাবে প্রকল্পের কাজ বাস্তবায়িত করা হবে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version