Monday, August 25, 2025

ডবল ইঞ্জিন সরকার! কেন্দ্রের ঋণে শীর্ষে মধ্যপ্রদেশ, প্রথম পাঁচে নাম নেই বাংলার

Date:

বাংলা-সহ সব রাজ্যের বিধানসভা ভোটের আগে ডবল ইঞ্জিন সরকারের গালভরা গল্প শোনায় বিজেপি। সংসদে রাজ্যসভায় তৃণমূলের ২ সাংসদ শান্তনু সেন ও আবীররঞ্জন বিশ্বাসের প্রশ্নের জবাব দিতে গিয়ে সত্য প্রকাশ্যে এলো। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তথ্য অনুযায়ী, কেন্দ্রের থেকে ঋণ নেওয়া ও অগ্রিমের সবথেকে বেশি বকেয়া বিজেপি (BJP) শাসিত মধ্যপ্রদেশের (Madhya Pradesh)। এই তালিকায় প্রথম পাঁচে রয়েছে আরও এক বিজেপি (BJP) শাসিত রাজ্য কর্ণাটক।

তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত মধ্যপ্রদেশের থেকে ঋণ ও অগ্রিম বাবদ ৩০৬৬৩.০৭ কোটি টাকা পাবে কেন্দ্র। তৃতীয় স্থানে থাকা কর্ণাটকের বকেয়া ২৬৭৩১.৮৭ কোটি টাকা। প্রথম পাঁচে থাকা বাকি তিন রাজ্য- তামিলনাড়ু, রাজস্থান ও অন্ধ্রপ্রদেশ।

অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী, মোদি জমানায় কেন্দ্রের থেকে সবথেকে বেশি ঋণ ও অগ্রিমের ক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যগুলিই অগ্রাধিকার পেয়েছে। অর্থবর্ষে প্রাপ্তির তালিকায় প্রথম দশে রয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, গুজরাট। এনডিএ শাসিত বিহারও আছে তালিকায়। বারবার কেন্দ্রের বঞ্চনার অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বকেয়া কেন্দ্রে দেয় না বলেও অভিযোগ তাঁর। এবার সেই অভিযোগ যে একেবারেই যুক্তিযুক্ত তা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দেওয়া তথ্যেই প্রমাণ।

আরও পড়ুন- নারী সুরক্ষায় প্রতি জেলায় বিশেষ মহিলা বাহিনী, রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version