Saturday, November 15, 2025

শুভেন্দুর হুমকি: মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ তৃণমূলের, দ্রুত কড়া পদক্ষেপের আর্জি

Date:

থানায় গিয়ে বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) হুমকির ঘটনায় এবার রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল। বুধবার, মুখ্য নির্বাচনী আধিকারিক ড আরিজ আফতাবের (Dr Ariz Aftab) সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করে অভিযোগ পত্র জমা দেন তৃণমূলের প্রতিনিধিরা। শুভেন্দুর হুমকির কথা উল্লেখ করে এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থার আবেদন জানিয়ে চিঠি লিখেছেন তৃণমূলের (TMC) রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

মঙ্গলবার, শুভেন্দু অধিকারীর একটি ভিডিও ভাইরাল (Video Viral) হয়। সেখানে দেখা গিয়েছে, শুভেন্দু অধিকারী বালিগঞ্জ (Ballyganj) বিধানসভার অন্তর্গত থানায় বসে পুলিশ আধিকারিকদের কার্যত হুমকি দিচ্ছেন। সুর চড়িয়েই বলছেন, “বালিগঞ্জকে ঠিক না রাখলে ইলেকশন কমিশন কাউকে ছাড়বে না। কারণ, ন্যাশনাল লেভেলে রামপুরহাটের পরে ওয়েস্টবেঙ্গল এখন ফোকাসড। ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। আরও দেওয়া হবে। কোনও বুথ প্রিমিসেস ও কিউআরটি-তে সেন্ট্রাল ফোর্স ছাড়া অন্য কিছু থাকবে না।” এরপরেই নন্দীগ্রামের বিধানসভা নির্বাচনের উল্লেখ করেন তিনি। এদিন তৃণমূলের দেওয়া অভিযোগপত্রে এই কথা উল্লেখ করে হুমকির ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে বালিগঞ্জ কেন্দ্রে ১২ এপ্রিল সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহণ সুনিশ্চিত করার আর্জি জানানো হয়েছে শাসকদলের তরফ থেকে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version