Saturday, November 15, 2025

৩৫৬ ধারা হলে ২৫০ আসনে জিতবে তৃণমূল: রোড শো থেকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

Date:

রাজ্যে ৩৫৬ ধারা জারির হুমকি দিচ্ছে বিজেপি। সেটা জারি করে দেখাক। ভোটে ২৫০ আসনে জিতবে তৃণমূল- বালিগঞ্জে দলীয় প্রার্থী বাবুল সুপ্রিয়র (Babul Supriya) সমর্থনে রোড শো-র শেষে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, বিকেলে বালিগঞ্জ (Ballyganj) ফাঁড়ি থেকে পার্ক স্ট্রিট (Park Street) হয়ে মল্লিক বাজার পর্যন্ত রোড শো করেন অভিষেক। পদযাত্রা ঘিরে জনপ্লাবন দেখায় রাস্তা জুড়ে। মিছিলে অভিষেক, বাবুল ছাড়াও ছিলেন দেবাশিস কুমার, মালা রায়, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ ওই এলাকার তৃণমূলের সাংসদ, মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলররা। রোড শো-র শেষে পথসভা করেন অভিষেক। সেখান থেকেই কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক।

কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সি দিয়ে তৃণমূল সুপ্রিমোকে হেনস্থা করার অভিযোগ করেন অভিষেক। কটাক্ষ করে তিনি বলেন ইডি-সিবিআই আর কংগ্রেস-সিপিএম জগাই-মাধাই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, রাজ্যে ৩৫৬ ধারা চালু করার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। এরপরেই চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, আগের বার তৃণমূল ২১৩টি আসনে জিতেছিল, ৩৫৬ ধারা জারি হলে ২৫০টি সিটে জিতবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, প্রত্যেকটা রাজ্যে লড়বে তৃণমূল। “গোয়ায় তিনমাসেই ৯ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। ৫ বছর পরে কী হতে পারে ভাবুন।“ ইডি-র তলব নিয়েও তোপ দাগেন অভিষেক। তিনি বলেন, “কলকতার মামলা ডাকছে দিল্লিতে। আমি গিয়েছি সবসময়। বারবার নোটিশ পাঠাচ্ছে। এসব করে আমায় দমানো যাবে না। আমি অন্য জিনিস।“

সিপিআইএম-কংগ্রেসকে এক তিরে বেঁধেন অভিষেক। “বিধানসভার বিরোধী দলনেতা আর লোকসভার বিরোধী দলনেতা হরিহর আত্মা। এরা সব তলায় তলায় এক।“ তিনি বলেন, “এখন বড় বড় কথা বলছে। এনআরসি-র প্রতিবাদে কারা রাস্তায় নেমেছিল? তৃণমূল কংগ্রেস। আমরা করেছি নেত্রীর নির্দেশে।“

মূল্যবৃদ্ধি নিয়ে সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিযোগ করেন, ইউপি জিতে ১৩ বার দাম বেড়েছে। জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। কটাক্ষ করে বলেন, “সিনেমা করমুক্ত করছে এই সরকার। আর জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছে। কেরোসিন, রান্নার তেলের দাম কোথায় দাঁড়িয়েছে?“

শ্রীলঙ্কার উদাহরণ টেনে অভিষেক বলেন, কেন্দ্রীয় সরকারের ঋণের পরিমাণ ১ লাখ ৫৫হাজার কোটি টাকা। গত ৭বছরে এটা হয়েছে। শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা হয়েছে। ওখানে ঋণ ৬ লাখ কোটি। ভারতের পরিমাণ তার থেকে অনেক বেশি। অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ বলে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক।

অভিষেক জানান, শনিবার আসানসোল যাবেন। ৭০ থেকে ৮০ হাজারে বালিগঞ্জে ও ২ লাখ ভোটে আসানসোলে জিতবে তৃণমূল- প্রত্যয়ী অভিষেক। তিনি বলেন, আগামী ৫ বছর এলাকার উন্নয়নে কাজ করবে তৃণমূল।

আরও পড়ুন:অবাক কাণ্ড! সব ছেড়ে বই চুরি ‘সাহিত্যপ্রেমী’ চোরের

 

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version