Sunday, November 16, 2025

চোর বই প্রেমী! বিভিন্ন দামী জিনিস ছেড়ে একাধিক বই চুরি করল চোর। আলমারি থেকে শরৎ রচনা সমগ্র, শেক্সপিয়র অমনিবাস, পাগলা দাশু, ঠাকুমার ঝুলির মতো একাধিক গল্পের বই চুরি গিয়েছে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের (Bardhaman) গুসকরা শহরের উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। চুরির এই ঘটনা নিয়ে তোলপাড় আউশগ্রাম অঞ্চল। যদিও সমস্ত গল্পের বই চুরির পাশাপাশি চুরি গিয়েছে একটা সিলিং ফ্যানও। ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ওই বই চোরের খোঁজে তদন্ত শুরু করেছে।

এই বই চোর প্রসঙ্গে এলাকার অনেকেরই বক্তব্য, হয়ত ভাগ্য বিড়ম্বনায় সে চোর হয়েছে, কিন্তু তাঁর পড়াশোনার ইচ্ছা ছিল, যা হয়ে ওঠেনি। তাই শেষ পর্যন্ত বই চুরি করে মনের স্বাদ মেটানোর চেষ্টা করেছে। অনেকের মতে, চোরের রসবোধ আছে। মাথার উপর ফ্যান চালিয়ে ঠান্ডা মেজাজে বই পড়বেন। অভিনব এই চুরি নিয়েই এখন চর্চা তুঙ্গে উঠেছে।

আরও পড়ুন: শ্রীলঙ্কার আর্থিক সঙ্কট মেটাতে ৭৬ হাজার টন জ্বালানি পাঠিয়ে সাহায্য ভারতের 

স্কুল খোলার পরই চোরের এমন অবাক করা কাণ্ডের কথা জানতে পেরেছেন পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গুসকরা শহরের উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা। যা দেখে তাঁরা রীতিমতো হতবাক। ওই স্কুলে ৫৯ জন পড়ুয়ার জন্য রয়েছেন তিন জন শিক্ষিকা। সম্প্রতি স্কুলে রং করানো হয়েছে। স্কুল সূত্রের খবর,  স্কুল খোলার পরে শিক্ষিকারা দেখেন, অফিস ঘরের আসবাবপত্র লন্ডভন্ড। ওই ঘরেই রয়েছে স্কুলের গ্রন্থাগারের দেওয়াল আলমারি। সেখানে নতুন ও পুরনো মিলিয়ে শতাধিক গল্পের বই ছিল। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, আলমারি থেকে ক্ষীরের পুতুল, বিশ্বের সেরা গোয়েন্দা গল্প, আম আঁটির ভেঁপু, পথের পাঁচালী, উপেন্দ্রকিশোর রচনা সমগ্র, টুনটুনির বই, গুপী গাইন বাঘা বাইনের মতো ৫৩টি নতুন বই চুরি গিয়েছে। সেই সঙ্গে চুরি গিয়েছে অফিস ঘরের সিলিং ফ্যানও।

গুসকরা ফাঁড়িতে লিখিত অভিযোগ জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা মহুয়া খাতুন। তিনি বলেন, ‘সর্বশিক্ষা মিশনের টাকায় সম্প্রতি ওই বইগুলি কেনা হয়। সেই সমস্ত বই পড়ুয়াদের নিয়মিত দেওয়া হত পড়ার জন্য। আলমারিতে পুরনো বই থাকলেও সেগুলি না নিয়ে নতুন বইগুলিই চোর নিয়ে যাওয়ায় পড়ুয়াদের মন খারাপ হয়ে গিয়েছে।’ পুলিশ জানিয়েছে, ‘তদন্তে বেশ কয়েকটি সূত্র মিলেছে। খুব তাড়াতাড়ি  চোরের খোঁজ মিলবে বলে আশা করা হচ্ছে।’



Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version