Thursday, August 21, 2025

অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) একসঙ্গে ২৪ জন মন্ত্রীর পদত্যাগ‌! বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভা ভেঙে দেন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি (YS Jagan Mohan Reddy)। ৭ এপ্রিল বিকেলে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছিল। তারপরই রেড্ডির কাছে পদত্যাগপত্র জমা দেন ২৪ জন মন্ত্রী।

আগামী ১১ এপ্রিল নতুন মন্ত্রীরা শপথ নেবেন বলে জানা গিয়েছে। নতুন মন্ত্রিসভায় তপসিলি জাতি ও তপসিলি উপজাতি সম্প্রদায়ের বিধায়ক, মহিলাদেরও মন্ত্রী করা হবে বলে সূত্রের হবে। সূত্রের খবর, আজ যাঁরা ইস্তফা দিয়েছেন তাদের কাউকে জেলার ইনচার্জ এবং কাউকে দলীয় সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে।

আরও পড়ুন: সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে অন্যায়ের জবাব দিন, বাবুলের প্রচারে শপথ নেওয়ালেন অভিষেক

গতকাল, বুধবার সন্ধেয় অন্ধ্রের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দনের সঙ্গে দেখা কর জগন মোহন রেড্ডি বলেন তিনি তার মন্ত্রিসভা ভেঙে দিতে চান। আগামিকাল ৮ এপ্রিল রাজ্যপালের সঙ্গে আরও একবার দেখা করবেন মুখ্যমন্ত্রী (CM of Andhra Pradesh)। রাজ্যপালের হাতে তুলে দেবেন নতুন মন্ত্রীদের নামের তালিকা।

গত ২০১৯ সালের জুন মাসে মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসেন রেড্ডি। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, সরকারের মধ্যবর্তী সময়ে তিনি মন্ত্রিসভায় রদবদল করতে পারেন। গত ডিসেম্বরেই এই রদবদল হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য এই রদবদল পিছিয়ে যায়। রাজ্যে নয়া ১৩টি নয়া জেলা গঠনের পর এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

২০২৪ সালে অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন। মন্ত্রিসভা ভেঙে নতুন সদস্যদের মন্ত্রী করে ২০২৪ সালের নির্বাচনে রেড্ডি ক্ষমতা ধরে রাখতে পারেন কি না সেটাই দেখার।



Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version