Saturday, November 15, 2025

SSKM হাসপাতালে গিয়ে অনুব্রতর শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন CBI আধিকারিকরা

Date:

অনুব্রত মণ্ডল ইস্যুতে CBI যোগাযোগ করলে তদন্তে সবরকম সহযোগিতা করা হবে বলে আশ্বাস দয়েছিল SSKM কর্তৃপক্ষ। এরপরই আজ, বৃহস্পতিবার SSKM হাসপাতালে গিয়ে অনুব্রতর শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন CBI আধিকারিকরা। কেমন আছেন অনুব্রত মণ্ডল? তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত ডাক্তাদের থেকে খোঁজ নেন CBI আধিকারিকরা। সূত্রের খবর, প্রায় ১০ মিনিট হাসপাতালে ছিলেন তাঁরা। অনুব্রতর শারীরিক অবস্থা সংক্রান্ত বিস্তারিত তথ্য নেন তাঁরা। যদিও এই সময়ের মধ্যে CBI-এর পক্ষ থেকে অনুব্রতর সঙ্গে সরাসরি দেখা করা হয়নি বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে তদন্তের জন্য CBI-এর ডাকে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার জন্য গতকাল, বুধবার নিজাম প্যালেসে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে SSKM হাসপাতালে ভর্তি হয়ে যান অনুব্রত মণ্ডল। ওইদিন সকালেই অনুব্রতর শারীরিক পরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শ তাঁকে উডবার্ন ওয়ার্ডের ১২১ নম্বর কেবিনে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন অনুব্রত। তাঁর শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গঠিত হয়েছে মেডিকেল বোর্ডও। আপাতত হাসপাতালেই থাকছেন। তাঁকে ছুটি দেওয়া হচ্ছে না।

আজ, বৃহস্পতিবার সকালেও অনুব্রত মণ্ডলের একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে। রক্তের নমুনা সংগ্রহ করে বেশকিছু টেস্টের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, বর্তমানে অক্সিজেনের মাত্রা ঠিক আছে অনুব্রতর। হৃদযন্ত্রেও কোনও সমস্যা নেই।

উল্লেখ্য, বুধবারই নিজাম প্যালেসে CBI দফতরে গিয়ে চিঠি দিয়ে মক্কেল অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার কথা জানিয়ে আসেন দুই আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা ও সঞ্জীব কুমার দাঁ। তাঁদের দাবি, CBI হাজিরা দিতেই কলকাতায় এসেছিলেন অনুব্রত। ভোররাত থেকেই শ্বাসকষ্ট অনুভূত হয়। একাধিক শারীরিক সমস্যা দেখা দেয়। তাই হাসপাতালে যেতে বাধ্য হয়েছেন অনুব্রত মণ্ডল। এই মর্মে মেডিক্যাল রিপোর্ট নিয়ে CBI আধিকারিকদের দিয়েছিলেন অনুব্রতর আইনজীবীরা।

 

 

Related articles

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...
Exit mobile version