Kanthi: জাতীয় সঙ্গীতের অবমাননা, শুভেন্দুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

জাতীয় সঙ্গীত (National Anthem) অবমাননা অভিযোগ। বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে কাঁথি (Kanthi) থানায় অভিযোগ দায়ের করেন কাঁথি ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন। ই-মেলের মাধ্যমে জাতীয় সঙ্গীত অভিযোগ দায়ের করেন তিনি।

কয়েকদন আগেই কাঁথিতে কাঁথি পুরসভার কাউন্সিলর রিনা দাসের বিরুদ্ধে ভুল জাতীয় সংগীত পরিবেশনের অভিযোগ ওঠে। জাতীয় সঙ্গীতের অবমাননার প্রতিবাদে ৪ মার্চ শুভেন্দু অধিকারী এক সভাতেই জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠল। প্রদীপ গায়েনের অভিযোগ, অনুষ্ঠানে ইচ্ছাকৃতভাবে ৫২ সেকেন্ডের পরিবর্তে ১ মিনিট ধরে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। এই ঘটনায় শুভেন্দু অধিকারীর নামে থানায় অভিযোগ দায়ের হয়। একই সঙ্গে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস, উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা, উত্তর কাঁথির প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতির বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।

নিয়মানুযায়ী অতিরিক্ত সময় ধরে জাতীয় সঙ্গীত গাওয়া যায় না। ৫২ সেকেন্ডের মধ্যেই জাতীয় সঙ্গীত শেষ করতে হয়। অভিযোগ, এদিন ১ মিনিট ধরে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। সেই কারণেই থানায় অভিযোগ দায়ের হয়।

 

Previous articleবাবুলের সমর্থনে বালিগঞ্জে অভিষেকের রোড শো-এ জনপ্লাবন
Next articleব্যায়ামের ক্লাসে আম ছোড়াছুড়ি, মেরে ছাত্রের গাল ফাটালেন শিক্ষক