ভেজাল ওষুধ রুখতে কড়া পদক্ষেপ, রাজ্যে হচ্ছে ২টি ড্রাগ ল্যাবরেটরি: মুখ্যমন্ত্রী

বেশ কিছু ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্র। এদিকে, ভেজাল রুখতে তাদের নজর নেই। এই পরিস্থিতিতে রাজ্যে ভেজাল ওষুধ বিক্রি রুখতে কড়া পদক্ষেপ সরকারের। রাজ্যে তৈরি করা হচ্ছে ২টি ড্রাগ ল্যাবরেটরি। বৃহস্পতিবার, দুপুরে নবান্ন সভাঘরে মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক থেকে এই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কাঁথির হাসপাতালে সম্প্রতি বাংলাদেশের (Bangladesh) ওষুধ ব্যবহার ঘিরে সরগোল পড়ে যায়। পরে জানা যায়, সেটা কেন্দ্রের অনুমতি ক্রমেই বিক্রি হয়েছে। এদিন বৈঠকে ভেজাল ওষুধ নয়ে কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভেজাল ওষুধ বিক্রি বন্ধে নজরদারি করার কথা দিল্লির। কিন্তু তারা সেটা করছে না। তাই উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। বাংলায় দুটি ড্রাগ ল্যাবরেটরি করা হচ্ছে।

এছাড়াও করোনা কালে পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসার জন্য অধ্যাধুনিক বহু যন্ত্রপাতি কিনেছিল রাজ্য। কিন্তু সেগুলি এখন অব্যবহারের ফলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই একটা রক্ষণাবেক্ষণ কমিটি তৈরি করার সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। ওই যন্ত্রপাতিগুলির পর্যবেক্ষণে রাখবে ওই কমিটি।

 

Previous articleব্যাপক মূল্যবৃদ্ধি: কেন্দ্রকে তোপ মমতার, মানুষকে সুবিধা দিতে ‘সুফল বাংলায়’ জোর
Next articleবাজারে অভিযান চালাক ED-CBI: মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রকে তোপ মমতার