Monday, November 10, 2025

বেলগাছিয়া মেট্রো (Belgachia Metro) স্টেশনের ব্র্যান্ডিং( Branding) সত্ত্ব পেল থিজম গ্রুপ (Theism Group)। সেই সঙ্গে বেলগাছিয়া মেট্রো স্টেশনের সঙ্গে জুড়ে গেল থিজম গ্রুপের নাম। মেট্রো স্টেশনের নাম বদল বা নামকরণ কোনও নতুন ঘটনা নয়। ব্র্যান্ড বিল্ডিং কর্মসূচির অংশ হিসেবে কলকাতার থিজম গ্রুপ কলকাতা মেট্রোর সঙ্গে বেলগাছিয়া স্টেশনের ব্র্যান্ডিং এবং স্টেশনের যৌথ নামকরণ করার চুক্তি সই করেছে। এখন থেকে এই স্টেশনের নাম হবে থিজম বেলগাছিয়া।

IIHM এর পর এবার থিজম গোষ্ঠীর সঙ্গে গাঁটছড়া বাঁধল কলকাতা মেট্রো। বাড়তি আয়ের জন্য এই ব্যবস্থা গ্রহণ করেছে কলকাতা মেট্রো সংস্থা। বেলগাছিয়া স্টেশনের নামের সঙ্গে থিজম গ্রুপের নাম জুড়ল পাশাপাশি স্টেশনের সবকটি এন্ট্রি( Entry) এবং এক্সিট( Exit) গেটের নাম বদলানোর অনুমতি দেওয়া হয়েছে এই বেসরকারি সংস্থাটিকে। এছাড়াও প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গা, স্ক্রিন ডোর, দেওয়াল বিজ্ঞাপনের জন্য ব্যবহার করতে পারে তাঁরা।

এই চুক্তি সম্পর্কে কলকাতা মেট্রোর এক আধিকারিক বলেন, থিজম গ্রুপের সঙ্গে এই ব্র্যান্ডিং চুক্তি করতে পেরে আমরা খুব আনন্দিত। অনেক বেসরকারি বহু সংস্থাই এখন কলকাতা মেট্রোর সঙ্গে কাজ করতে উৎসাহী। অপরদিকে, কর্পোরেট পার্টনারশিপের ক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়ে আসার জন্যে কলকাতা মেট্রো আধিকারিকদের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন থিজম গ্রুপের সিইও (CEO) এবং ম্যানেজিং ডিরেক্টর (Managing Director) পার্থপ্রতিম সাহা।

প্রসঙ্গত কিছুদিন আগেই পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের নাম বদল হয়েছিল এবার বেলগাছিয়া স্টেশনের নাম বদল হল। এটি তেরোতম স্টেশন যার নাম বদল হল।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version