Saturday, August 23, 2025

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদের সামনে বিক্ষোভ তৃণমূলের

Date:

পাঁচ রাজ্যে ভোট মিটতেই চরচরিয়ে বাড়ছে পেট্রোপণ্যের দাম। আর তাতেই নাজেহাল মধ্যবিত্তর। লাগাতার দামবৃদ্ধির প্রতিবাদে একাধিকবার সুর চড়িয়েছে বিরোধীরা। কিন্তু কর্ণপাত করতে নারাজ কেন্দ্র। উল্টে ‘অজুহাত’ খুঁজতে ব্যস্ত তারা। বৃহস্পতিবার এই ইস্যুতে সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাবেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। আজ সকাল দশটা পনেরো নাগাদ বিক্ষোভ কর্মসূচি শুরু করবেন তাঁরা।

আরও পড়ুন:ডবল ইঞ্জিন সরকার! কেন্দ্রের ঋণে শীর্ষে মধ্যপ্রদেশ, প্রথম পাঁচে নাম নেই বাংলার

বুধবার সংসদের জিরো আওয়ারে মূল্যবৃদ্ধি ইস্যুতে সরব হয়ে সৌগত রায় বলেন, যেভাবে প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলেছে তাতে অবিলম্বে এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করা উচিৎ কেন্দ্রের। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। পরিস্থিতি যা তাতে না খেয়ে মরার মত অবস্থা দেশবাসীর। সরকার এই বিষয়ে যাতে দ্রুত পদক্ষেপ নেয় তার জন্য আবেদন জানান তৃণমূল সাংসদ। পাশাপাশি এদিন নিজের বক্তব্যে সৌগত রায় আরও দাবি জানান, সরকার পক্ষ মূল্যবৃদ্ধি ইস্যুতে সংসদে আলোচনা করুক। যদিও এই ইস্যুতে সংসদে কোনও রকম আলোচনায় রাজি হয়নি মোদি সরকার।


উল্লেখ্য, পাঁচ রাজ্যে ভোট মিটতেই জ্বালানি জ্বালা শুরু হয়েছে। এমনকি কেন্দ্রের বিরুদ্ধে সরব খোদ বিজেপির শরিকদল জেডিইউ। বৃহস্পতিবার কলকাতায় ডিজেলের দাম বাড়ল লিটারপ্রতি ৯৯.৮৩ টাকা। অন্যদিকে লিটারপ্রতি পেট্রোলের দাম ১১৫.১২টাকা।  ১৬ দিনে ১৪ বার দাম বেড়েছে জ্বালানির। পেট্রোল ডিজেল তো আছেই, একলাফে অনেকটাই দাম বেড়েছে রান্নার গ্যাস, বাণিজ্যিক গ্যাস ও কেরোসিনেরও।  জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে জিনিসপত্রের দামের ওপর। সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের নাজেহাল অবস্থা। সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে ব্যাপকভাবে। আমজনতার দুরাবস্থার কথা জেনেও মুখে কুলুপ এঁটেছে বিজেপি সরকার।

Related articles

এপিক বিতরণে কড়া নজর! এবার ডিজিটাল এভিডেন্স রাখবে কমিশন 

অবৈধ ভোটার কার্ড আটকাতে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন। ভোটার কার্ড বা এপিক এবার ভোটারের হাতে পৌঁছনোর সময়...

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...
Exit mobile version