Sunday, November 9, 2025

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন ফুটবলার চিবুজোর

Date:

প্রয়াত প্রাক্তন ফুটবলার চিবুজোর (Chibuzor)। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর, চিবুজোর প্রয়াণে শোকের ছায়া কলকাতা ময়দানে।

ময়দানে সমর্থকদের প্রিয় চিবুজোর। আট ও নয়ের দশকে ময়দানের গ্যালারিতে শোনা যেত, ‘চিমা, এমেকা, চিবুজোর’ নাম। তিন প্রধানেই খেলেছেন চিবুজোর। এই নাইজেরিয়ার তারকা একসময় কলকাতা ফুটবলের হার্টথ্রব ছিলেন। প্ৰথমে ইস্টবেঙ্গল, তারপরে মোহনবাগান এবং শেষে মহামেডানের জার্সিতে খেলেছেন তিনি। চিবুজোর মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন তাঁর বন্ধু এমেকা এজুগো। তিনি বলেন, “ইস্টবেঙ্গল, মহামেডান, পাঞ্জাব ইউনিভার্সিটির ডাভ কলেজে একসঙ্গে খেলা প্রিয় বন্ধু আমার সাফল্যের অন্যতম ব্যক্তিকে হারিয়ে ফেললাম। ভারতীয় ফুটবল একজন আইকনকে হারালো। ও আমার কাছে ভাইয়ের মত, পরিবারের একজন অংশ হয়ে গিয়েছিল। আমরা অনেকটা পথ হেঁটে ফেললাম। আমি বিধ্বস্ত। শান্তিতে ঘুমোও, চিবু।”

ফুটবল ছেড়ে দেওয়ার পর চার্চের ফাদার হয়েছিলেন চিবুজোর। ভারতে পড়াশুনা করতে নাইজেরিয়া থেকে এসেছিলেন চিবুজোর। ডাভ, পাঞ্জাব ইউনিভার্সিটির হয়ে খেলতেন। তারপরেই নজরে চলে আসেন ইস্টবেঙ্গলের। দুই দফায় খেলেছেন লাল-হলুদের জার্সিতে। মোহনবাগানেও খেলেন তিনি। শেষে মহামেডানের হয়েও খেলতে দেখা যায় চিবুজোরকে। তিন প্রধানেই খেলা বিরল বিদেশিদের অন্যতম ছিলেন তিনি।

আরও পড়ুন:Juan Ferrando: প্রথমবার মোহনবাগন ক্লাবে জুয়ান ফেরান্ডো, ঘুরে দেখলেন মাঠ ও জিম

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version