Vaccination-Bengal : ছোটদের টিকাকরণে দেশের মধ্যে সেরা বাংলা

0
1

ছোটদের টিকাকরণে দেশের মধ্যে সেরা কলকাতা তথা পশ্চিমবঙ্গ। টিকাকরণ নিয়ে একটি সমীক্ষায় এই তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে গত রবিবার পর্যন্ত ১২ থেকে ১৪ বছর বয়সীদের রেকর্ড সংখ্যক টিকাকরণ হয়েছে। বাংলায়  এ পর্যন্ত ১৭৯ লক্ষ ডোজ টিকাকরণ হয়েছে। বাংলার পরেই আছে বিহার। ১৫৫ লক্ষ ডোজ টিকাকরণ হয়েছে।  তার পরে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং গুজরাত।

গত ১৬ মার্চ সারা দেশে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ শুুরু হয়েছিল। কিন্তু বাংলায় শুরু হয়েছিল কয়েকদিন পরে। ২১ মার্চ থেকে পশ্চিমবাংলায় শুরু হয়  শিশুদের টিকা দেওয়া। শুধুমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকেই করবেভ্যাক্স দেওয়া হয়েছে। প্রথম ডোজের ২৮ দিন পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে।   স্বাস্থ্য দফতরের দেওয়া রিপোর্ট অনুযায়ী ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ২৬.২ লক্ষ টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। ৩৩.৮ লক্ষ শিশু প্রথম ডোজ টিকা নিয়েছে।  জানা গিয়েছে বুস্টার ডোজের ক্ষেত্রেও  এগিয়ে রয়েছে বাংলা।