Thursday, August 28, 2025

১০০০ কোটির পার RRR-এর: তারকাখচিত সাকসেস পার্টিতে কেন নেই আলিয়া?

Date:

১০০০ কোটির ঘরে পৌছে ভারতীয় চলচ্চিত্রের( Indian  Cinema)  ইতিহাসে রেকর্ড গড়ল পরিচালক রাজামৌলির( Raja Mouli) দক্ষিণী ছবি ‘আর আর আর’ ( RRR)। গত বুধবার ছিল এই ছবির সাকসেস পার্টি। অনুপস্থিত নামী অভিনেত্রী আলিয়া ভাট। এই ছবিতে কাজ করা সত্ত্বেও কেন তিনি নেই এই নিয়ে জল্পনা শুরু হয়।

যেখানে এতদিন পর্যন্ত বক্স অফিস কালেকশনের নিরিখে সেরা সিনেমা ছিল ‘বাহুবলী ২'( Bahubali 2)। ‘আর আর আর’  মুক্তির প্রথম সপ্তাহে বাহুবলী ২ কে  ছাপিয়ে গেছে আর আর আর। ২৫  মার্চ মুক্তি পেয়েছিল এই ছবি। বুধবারের মধ্যে ১০০০  কোটির ব্যবসা করে নিল। হিন্দীতে আর আর আর ব্যবসা করলো প্রায় ২০০ কোটি।

এমন সাফল্যের জন্য গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন ছবির  নির্মাতারা। মুম্বইতে আয়োজিত সেই অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন কলাকুশলীর সহ নামজাদা তারকারা। হাজির ছিলেন স্বয়ং আমির খান , হুমা কুরেশি, মার্কন্ড দেশপান্ডে, জনি লিভার, শরদ কেলকর, দর্শনকুমার, করণ জোহর, রাখি সাওয়ান্ত ও আরো অনেকে। এসছিলে কালো কুর্তায়  রামচরণ সম্পূর্ণ খালি পায়ে। কিন্তু এতবড় সাকসেস পার্টিতে সামিল হলেন না অভিনেত্রী আলিয়া ভাট। তারকা খচিত সেই পার্টির বেশ কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে দেখতে পাওয়া যায়নি আলিয়াকে।

আরও পড়ুন:ওমিক্রন দশা: বঙ্গ সিপিএমকে করোনা ভ্যারিয়েন্টের সঙ্গে তুলনা পার্টি কংগ্রেসে

সংবাদসূত্রে জানা গেছে রাজামৌলির সঙ্গে তিক্ততাই আলিয়ার অনুপস্থিতির কারণ। ছবিতে আলিয়াকে দেখা গেছে মাত্র দশ মিনিট। এই ছবিতে তার চরিত্র নিয়ে অসন্তুষ্ট ছিলেন আলিয়া সেই কারণে কিছুদিন আগেই  পরিচালকের সঙ্গে তাঁর বাকবিতন্ডার খবর সামনে আসে। বলিউডের প্রথম সারির অভিনেত্রী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু  গুরুত্ব পাননি ততটা যতটা তাঁর পাওয়া উচিত ছিল। যদিও আলিয়া নিজে এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ভুয়ো খবর রটেছে তাকে নিয়ে। তাঁর এবং রাজা মৌলির সম্পর্ক আগের মতোই আছে।

প্রসঙ্গত আর আর আর ছবির গল্প মূলত ভারতে বিদেশী আক্রমণ নিয়ে এক কাল্পনিক ঘটনাকে কেন্দ্র  করে। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে অভিনেতা অজয় দেবগণ।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version