Thursday, August 28, 2025

কতদিন পর নেওয়া যাবে প্রিকশন ডোজ? কোভিশিল্ডের বুস্টার ডোজের দাম কত?

Date:

১০ এপ্রিল থেকে ১৮ ঊর্ধ্বদের করোনাভাইরাসের প্রিকশন ডোজ দেওয়া হবে জানিয়ে দিয়েছে কেন্দ্র। কিন্তু এর দাম কত হবে? সিরাম সংস্থার তরফে জানানো হয়েছে, কোভিশিল্ডের বুস্টার ডোজের (Covishield Booster Dose) দাম হচ্ছে ৬০০ টাকা। কোভ্যাক্সিন বা অন্য সংস্থাগুলির বুস্টার ডোজের দাম কত হবে, তা নিয়ে কোনও পক্ষই এখনও কিছু জানায়নি।

আদর পুনাওয়ালা (Adar Poonawala) জানিয়েছেন, যারা ভ্রমণ করেন তাদের পক্ষে তৃতীয় ডোজ ছাড়া সফর করা কঠিন হয়ে যাচ্ছে। যারা বুস্টার ডোজ নেননি তাদের যাত্রার উপর বিধিনিষেধ আরোপ করেছে বেশ কয়েকটি দেশ। “সরকারি টিকাদান কেন্দ্রের মাধ্যমে চলতে থাকা বিনামূল্যে টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে এবং ত্বরান্বিত হবে,” একটি সরকারি বিবৃতিতে শুক্রবার সকালেই এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

আরও পড়ুন: ওড়িশায় সাংবাদিক নিগ্রহ , হাত -পা বেঁধে ফেলে রাখা হল যুবককে

১৮ ঊর্ধ্ব সকলকেই করোনাভাইরাসের (Coronavirus) বুস্টার (Booster Dose) বা প্রিকশন ডোজ দেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র প্রথম শ্রেণির কোভিডযোদ্ধা ও ষাটোর্ধ্বরা বুস্টার ডোজ পাওয়ার যোগ্য ছিলেন। এবার আগামী ১০ এপ্রিল থেকে ১৮ ঊর্ধ্ব সকলেই বুস্টার ডোজ পাবেন। তবে দ্বিতীয় ডোজ নেওয়ার ন’মাস পরেই বুস্টার ডোজ নেওয়া যাবে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে,  শুধুমাত্র বেসরকারি জায়গা থেকে পাওয়া যাবে কোভিডের বুস্টার ডোজ। তবে সরকারি জায়গা থেকে কবে বুস্টার ডোজ পাওয়া যাবে তা জানানো হয়নি। আগের টিকাকরণের মতোই কো-উইন (Co-win app) অ্যাপে নাম নথিভুক্ত করার পরে নেওয়া যাবে বুস্টার ডোজ।



Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version