Monday, November 10, 2025

EXCLUSIVE: পুলিশের তৎপরতায় ‘হারিয়ে যাওয়া’ মেয়ে ফিরল মায়ের কাছে

Date:

কলেজ থেকে ফেরার পথে কান্না জড়ানো গলায় মাকে ফোন করে বলেছিলেন, “আমি ফিরে আসছি।” তারপরে কেউ একজন হাত থেকে ফোনটা নিয়ে আশ্বাস দেন “আপকা লেড়কি মেরে সাথ হ্যায়, ও ঠিক হ্যায়”। তারপর আর মেয়ের কোনও হদিশ পাননি মঙ্গলকোটের (Mongalkote) ধারসোনা গ্রামের বাসিন্দা ফরিদা বিবি। পুলিশে (Police) অভিযোগ জানান তিনি। কিন্তু সেই অভিযোগ ছিল নিতান্তই মিসিং ডায়েরি। সেইমতো তদন্ত শুরু করে মঙ্গলকোট থানার পুলিশ। কিন্তু খোঁজ মিলছিল না। এরপর মেয়ে আজমিরা খাতুন ওরফে মালা কেমন আছে? কোথায় আছে? জানতে আকুতি জানান ফরিদা। দায়ের করেন অপহরণের অভিযোগ। চারিদিকে খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে পুলিশের তৎপরতায় ওড়িশার বালাসোর থেকে সন্ধান পাওয়া যায় ‘হারিয়ে যাওয়া’ আজমিরার। তবে কোনও অপহরণ বা নারী পাচার নয়, নিতান্তই প্রেমের টানে ঘর ছেড়েছেন তরুণী। সংসার পেতেছেন প্রিয়জনের সঙ্গে।

তবে তাঁকে পূর্ব বর্ধমানের ফিরিয়ে এনেছে পুলিশ। কাটোয়ার এসডিপিও কৌশিক বসাক (Katwa SDPO Kaushik Basak) জানান, মেয়ে হারিয়ে গিয়েছে বলে প্রথমে মিসিং ডায়েরি করিয়েছিলেন ফরিদা বিবি। কিন্তু পরে তিনি অপহরণের লিখিত অভিযোগ জানানোয় সেইমতো তদন্ত শুরু হয়। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে ওড়িশার থেকে সন্ধান পাওয়া যায় তরুণীর। সঙ্গে সঙ্গেই সেখানে পাঠানো হয় কোইচর ফাড়ির ভারপ্রাপ্ত অফিসার লাল্টু পান্ডেকে। সঙ্গে ছিলেন আর একজন মহিলা পুলিশ কর্মী। আজমিরা তাঁদের জানান, কেউ তাঁকে অপহরণ করে নিয়ে যায়নি। তিনি স্বেচ্ছায় বলরামগাদি এলাকার বাসিন্দা শেখ ঈদুল কাদরির সঙ্গে ঘর ছেড়েছেন। বলরামগাদি বাসিন্দারাও জানিয়েছেন, মেয়েটি স্বেচ্ছায় সেখানে গিয়ে বিয়ে করে, সংসার করছেন। মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই তরুণীকে পূর্ব বর্ধমানের ফিরিয়ে এনেছেন।

কাজটা পুলিশের কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ প্রথমে হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয়। এরপর অপহরণের অভিযোগ। অপহরণ বা নারী পাচার- কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায়নি। সে কারণে আটঘাট বেঁধে নেমেছিলেন তদন্তকারীরা। এখানে সময় একটা বড় বিষয় ছিল। কারণ, সত্যিই যদি অপহরণ বা পাচারের মতো কোনও ঘটনা ঘটে থাকত, তাহলে দেরি হয়ে গেলে বড় বিপদ হওয়ার আশঙ্কা ছিল। সেই কারণেই অত্যন্ত সক্রিয়তার সঙ্গে কাজ করে গোটা টিম। আজমিরাকে দ্রুত ফিরিয়ে আনা হয় মঙ্গলকোটে। আদালতে তোলা হলে সেখানেও আজমিরা জানান তিনি স্বেচ্ছায় গিয়েছিলেন। তাঁকে তাঁর গন্তব্য ঠিক করতে বলে আদালত। আপাতত মায়ের কাছে ফিরে গিয়েছেন আজমিরা। পুলিশের তৎপরতায় মেয়ের হদিশ পেয়ে আপ্লুত মা ফরিদা।

আরও পড়ুন- বড় ঘোষণা RBI-এর, এবার থেকে কার্ড ছাড়াই সব এটিএম থেকে তোলা যাবে টাকা

 

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version