Wednesday, August 27, 2025

বগটুইয়ে অগ্নিকাণ্ড ও ৮ মৃত্যুর ঘটনায় এবার আরও একজনকে গ্রেফতার করল সিবিআই। গ্রেফতার হওয়া ওই অভিযুক্তের নাম সমীর শেখ(Samir shekh)। গ্রেফতারের পর সে অসুস্থ হয়ে পড়ায় তাকে ভরতি করা হয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজে(Rampurhat Medical College)। সব মিলিয়ে এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করল সিবিআই(CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানা গিয়েছে, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করার পর এই ঘটনায় সমীরের যোগ পান তদন্তকারীরা। যার জেরেই এদিন গ্রেফতার(Arrest) করা হয় তাকে।

উল্লেখ্য, এই ঘটনায় এর আগে যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল তারা প্রত্যেকে লালন শেখ ঘনিষ্ঠ। এবং তারা অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত। ঘটনার পর পালিয়ে গিয়ে মুম্বইয়ে লুকিয়ে ছিল তারা। সেই তালিকায় যোগ হল আরও এক নাম। প্রসঙ্গত, ২১ মার্চ, সোমবার সন্ধেয় বীরভূমের বগটুই মোড়ে খুন হন বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে বগটুই গ্রামের পূর্বপাড়ায় তাণ্ডব চালায় একদল যুবক। আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়িতে। সেই আগুনে ঝলসে মৃত্যু হয় ৭ জনের৷ নিহতদের অধিকাংশ মহিলা ও শিশু৷ পরে আরও একজনের মৃত্যু হয় রামপুরহাট হাসপাতালে। বগটুইকাণ্ডে প্রথমে সিট এই ঘটনার তদন্তে নেমে রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেন সহ ২৩ জনকে গ্রেফতার করে। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে পায় সিবিআই। জেরা করা হয় অভিযুক্তদের। তাদের জেরা করেই একে একে আরও ৫ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related articles

১৫ দিন আগে থেকেই কলকাতায় ‘পুজো শপিং স্পেশাল’ বাস: পরিবহন মন্ত্রী

হাতে গুণে আর একমাস। পুজো মণ্ডপের ৫০ শতাংশ কাজ শেষ অননেক জায়গাতেই। জমিয়ে চলছে কেনাকাটা। ফলে প্রয়োজন অতিরিক্ত...

মিথিলার জীবনে সুখবর! সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৃজিতের

সুখবর দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। গণেশ চতুর্থীর প্রাক্কালে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুশির খবর...

মুম্বইয়ে বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে বহু

বুধবার গণেশ চতুর্থী। মুম্বই(Mumbai) জুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুম্বইয়ের কাছেই ভিরারে...

ফেডারেশনের ব্যর্থতায় সংকটে ভারতীয় ফুটবল! ক্লাবগুলির এএফসি ম্যাচে অংশগ্রহণ অনিশ্চিত

চরম সংকটের মুখে ভারতীয় ফুটবল (Indian football)। এআইএফএফ-র (AIFF) অপদার্থতায় শুধু ভারতীয় ফুটবল দলই নয় একইসঙ্গে চরম অনিশ্চয়তার...
Exit mobile version