Thursday, August 28, 2025

দিল্লির জহরলাল নেহেরু বিশ্বাবিদ্যালয়ে(JNU University) এবার পড়ুয়াদের আমিষ খাবার খেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিসদ বা এবিভিপির(ABVP) বিরুদ্ধে। এই ঘটনার জেরে রীতিমতো সরব হয়ে উঠল বাম ছাত্র সংগঠন। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের হস্টেলে মেস সচিবকে রীতিমতো মারধর করে এবিভিপি। এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সমস্ত পড়ুয়াদের একজোট হয়ার ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন। অন্যদিকে এবিভিপির দাবি, বাম ছাত্র সংগঠন হোস্টেলের রামনবমীর পুজো করতে বাধা দিচ্ছে। গোটা ঘটনার জেরে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।

জেএনইউ স্টুডেন্ট ইউনিয়নের তরফে জানানো হয়েছে, ABVP গুন্ডারা তাদের ঘৃণার রাজনীতি এবং বিভাজনমূলক এজেন্ডার মাধ্যমে কাবেরী হোস্টেলে হিংসাত্মক পরিবেশ তৈরি করেছে। তারা মেস কমিটিকে রাতের খাবারের মেন্যু পরিবর্তন করতে বাধ্য করছে এবং মেসে থাকা পড়ুয়াদের পাশাপাশি বামপন্থী ছাত্রদের উপর হামলা চালিয়েছে। মেনুতে নিরামিষ এবং আমিষ উভয় ধরনের খাবারই রয়েছে। পড়ুয়ারা তাদের পছন্দের যেকোনো খাবার এখান থেকে নিতে পারে। তারপরও ABVP গুন্ডারা মেসের কর্মীদের আমিষ খাবার না রাখার দাবিতে মারধর করে।

আরও পড়ুন:পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রীই পাঁচ বছরের দায়িত্বের মেয়াদ শেষ করতে পারেননি!

ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে জেএনইউ এবং এর হোস্টেল সবার জন্য একই। এখানে থাকা শিক্ষার্থীরা বিভিন্ন এলাকার এবং তাদের সংস্কৃতি, খাবার ভিন্ন, যাকে সম্মান করা উচিত। অভিযোগ করা হয়েছে, ABVP-এর এই পদক্ষেপ JNU-এর মতো গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জায়গায় তাদের আধিপত্যের রাজনীতি এবং ডানপন্থী হিন্দুত্ব নীতি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। তবে এই ঘটানার বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন লড়াই চালিয়ে যাবে। সকল পড়ুয়াদের একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

Related articles

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...
Exit mobile version