Wednesday, December 10, 2025

আয় বৃদ্ধি না কম? কৃষকদের বর্তমান অবস্থা নিয়ে তরজায় মোদি ও কিষান মোর্চা

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) বার বার দাবি করেছেন তাঁর জমানায় দেশের কৃষকদের আয় দ্বিগুন হয়েছে। তবে তাঁর সেই দাবির পাল্টা তথ্য পেশ করল সংযুক্ত কিষান মোর্চা (SKM)। সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনের পাল্টা দিয়ে কিষান মোর্চার তরফে জানানো হল, চারটি প্রদেশে কৃষকদের(Farmer) আয় বৃদ্ধির পরিবর্তে ৩০% কমেছে। শনিবার রাতে সংযুক্ত কিষান মোর্চার বিবৃতির পর রবিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় জানালেন, “দেশের কৃষক যত শক্তিশালী হবে, নতুন ভারত তত বেশি সমৃদ্ধ হবে”। তিনি বলেন “প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি” এবং কৃষি ক্ষেত্রের সাথে সম্পর্কিত অন্যান্য প্রকল্পগুলি দেশের কোটি কোটি কৃষককে শক্তি দিচ্ছে।

মোর্চার তরফে জানানো হয়েছে, ডিজেল, পেট্রোল এবং সারের দামের অপ্রত্যাশিত বৃদ্ধি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের “কৃষক বিরোধী মনোভাব” প্রকাশ করেছে। এসকেএম-এর বিবৃতি অনুসারে, পাঁচটি রাজ্য নির্বাচনের (উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া এবং মণিপুর) ফলাফল ঘোষণার পর প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ছে। মোট দাম বৃদ্ধি প্রতি লিটারে ১০ টাকারও বেশি হয়েছে, যা উদ্বেগের বিষয়। মোর্চা সংসদে কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমারের দেওয়া উত্তরে বিস্ময় প্রকাশ করেছে। যেখানে তিনি কৃষকের আয় বাড়ানোর দায়িত্ব রাজ্য সরকারগুলির উপর চাপিয়েছেন। আবার বলেছেন, কৃষি একটি রাষ্ট্রীয় বিষয়। এর পাল্টা মোর্চা প্রশ্ন করে, যদি তাই হয়, তাহলে কেন্দ্রীয় সরকার কী কর্তৃত্বে তিনটি কৃষক বিরোধী আইন তৈরি করেছিল? কৃষকদের আয় বাড়ানো যদি রাজ্যের কাজ হয়, তাহলে প্রধানমন্ত্রী কৃষকের আয় দ্বিগুণ করার ঘোষণা করলেন কেন? কেন কেন্দ্রীয় সরকার প্রতি বছর কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য  ঘোষণা করে? যদি কৃষকদের কল্যাণ রাজ্য সরকারের দায়িত্ব হয়, তবে কেন্দ্রীয় সরকারে কেন “কৃষক কল্যাণ” মন্ত্রক রয়েছে?

আরও পড়ুন:CPIM সাধারণ সম্পাদক হলেন সীতারাম ইয়েচুরি, পলিটব্যুরো থেকে বাদ বিমান

এদিকে প্রধানমন্ত্রী টুইট করেছেন, “দেশ আমাদের কৃষক ভাই ও বোনদের জন্য গর্বিত। তারা যত শক্তিশালী হবে, নতুন ভারত তত বেশি সমৃদ্ধ হবে। আমি খুশি যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি এবং কৃষি সংক্রান্ত অন্যান্য প্রকল্প দেশের কোটি কোটি কৃষককে নতুন শক্তি দিচ্ছে। এই টুইটের সঙ্গে কিছু পরিসংখ্যানও শেয়ার করেছেন তিনি। মোদি বলেছেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে ১.৮২ লক্ষ কোটি টাকা সরাসরি ১১.৩ কোটি কৃষকের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। এসকেএম দাবি করেছে, “একটি সংসদীয় স্থায়ী কমিটি ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার কেন্দ্রের বিবৃতি প্রকাশ করে বলেছে, আয় বৃদ্ধির পরিবর্তে, চারটি রাজ্যে কৃষকদের আয় ৩০ শতাংশ কমেছে।” রিপোর্টে একথাও প্রকাশিত হয়েছে, গত তিন বছরে কৃষি মন্ত্রণালয় অনুমোদিত বাজেট ব্যয় করতে ব্যর্থ হয়েছে এবং কেন্দ্রে  ৬৭ হাজার ৯২৯ কোটি টাকা ফেরত দিয়েছে।

মোর্চার বিবৃতি অনুসারে, রিপোর্টে এটাও বলা হয়েছে যে “কিষাণ মানধন যোজনার নামে কৃষকদের পেনশন দেওয়ার পরিকল্পনা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।” এসকেএম আরও বলে, “সংযুক্ত কিষাণ মোর্চা সরকারকে সতর্ক করে বলেছে দেশের কৃষকরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র সহ্য করবে না। কৃষকদের সংগঠন ডিএপি এবং এনপিকেএস সারের দাম বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, গত বছরের ১৮ মে ইফকো ৫০ কেজি ডিএপি সারের বস্তার দাম ৫৫.৩ শতাংশ বাড়িয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “সম্প্রতি কেন্দ্রীয় সরকার আবারও সারের দাম বাড়িয়েছে, যা কৃষকদের সঙ্গে প্রতারণা। ভর্তুকি দেওয়ার পরেও প্রতি বস্তা ১২০০ টাকায় পাওয়া ডিএপি সারের দাম ১৫০ টাকা বাড়ানো হয়েছে, ফলে এই ব্যাগের দাম দাঁড়ায় ১৩৫০ টাকা।

spot_img

Related articles

রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস স্মরণ, শ্রদ্ধা রোকেয়া মিনারে

বরেণ্য শিক্ষাব্রতী, নারীমুক্তির পথপ্রদর্শক ও সাহিত্যিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস মঙ্গলবার সকাল ১০:৩০ টায় 'রোকেয়া মিনার'...

নচিকেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেই স্টেন্ট বসানোর জরুরি অস্ত্রোপচার। আর সেই চিকিৎসাধীন নচিকেতা চক্রবর্তীকে দেখতে মঙ্গলবার...

জেডএসআই-এর বড় আবিষ্কার! মেঘালয়ে মিলল দুটি নতুন ‘সালটিসিডি’ মাকড়সা

মেঘালয়ের জীববৈচিত্র্যময় অরণ্যে সন্ধান মিলল দু’টি নতুন লাফানো মাকড়সার প্রজাতির। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই)-এর বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার...

প্রত্যাবর্তনের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স পাণ্ডিয়ার, টি২০-র শুরুতেই দাপুটে জয় ভারতের

একদিনের সিরিজ যেখানে শেষ করেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ সেখান থেকেই শুরু করল টিম ইন্ডিয়া(Team India)। কটকে...